সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / দেশে জীবিত বীর মুক্তিযোদ্ধা ৯৮৫৪১ জন

দেশে জীবিত বীর মুক্তিযোদ্ধা ৯৮৫৪১ জন

শেরপুর নিউজ ডেস্ক: বর্তমানে দেশে মোট জীবিত বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ৯৮ হাজার ৫৪১ জন। এর মধ্যে সাধারণ বীর মুক্তিযোদ্ধা ৯৩ হাজার ৯৮০ জন, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ৪ হাজার ১০৩ জন এবং জীবিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ৪৫৮ জন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) অনুযায়ী, এখন পর্যন্ত গেজেটভুক্ত মোট বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ২ লাখ ৩৮ হাজার ৮৪১ জন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মু. আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, বিজয় দিবস উপলক্ষে শুধু জীবিত মুক্তিযোদ্ধারাই দিবসটির ভাতা পেয়ে থাকেন। আমরা কিছুদিন আগে বীর মুক্তিযোদ্ধাদের বিজয় দিবস ভাতা পরিশোধ করেছি। এক্ষেত্রে ৯৩ হাজার ৯৮০ জন সাধারণ মুক্তিযোদ্ধার বিজয় দিবস ভাতা পরিশোধ করা হয়েছে। জনপ্রতি পাঁচ হাজার টাকা হিসেবে ৬৪ জেলায় ৪৬ কোটি ৯৯ লাখ টাকা ভাতা দেয়া হয়েছে। অন্যদিকে যুদ্ধাহত ও খেতাবপ্রাপ্ত মিলিয়ে মোট চার হাজার ৫৬১ জনের ভাতা দেয়া হয়েছে দুই কোটি ২৮ লাখ পাঁচ হাজার টাকা।

এর আগে ২০২২ সালের ১৮ মে গণবিজ্ঞপ্তিতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) জানিয়েছে, কাউন্সিলের ৭৯তম সভার সিদ্ধান্ত মোতাবেক, শুধুমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) ছাড়া অন্য কোনো ক্যাটাগরির মুক্তিযোদ্ধা গেজেটভুক্তির নতুন আবেদন করার সুযোগ নেই। তবে যেসব আবেদন এরই মধ্যে গৃহীত হয়েছে এবং যাচাই-বাছাই বা আপিল পর্যায়ে রয়েছে, সেসব আবেদন নিষ্পন্ন করার কাজ চলমান থাকবে।

Check Also

ঈদে মিলছে ৯ দিনের সরকারি ছুটি

শেরপুর নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) ছুটির সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার উপদেষ্টা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − eleven =

Contact Us