সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / ৪৭ বছর বয়সেও খেলবেন মেসি?

৪৭ বছর বয়সেও খেলবেন মেসি?

শেরপুর নিউজ ডেস্ক: ২০২২ বিশ্বকাপ জিতে বিশ্বকাপ অধ্যায়ের সমাপ্তি টেনে দেওয়ার কথা বলেছেন লিওনেল মেসি। তবে এখনো অবসর না নেওয়ায় আর্জেন্টাইন সমর্থকরা তাকে ২০২৬ বিশ্বকাপেও দেখার আশায় প্রার্থনা করছেন। অবুঝ সমর্থকদেরও যেন ছাড়িয়ে গেলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। শুধু ২০২৬ বা ২০৩০ নয়, ২০৩৪ বিশ্বকাপেও মেসিকে দেখতে চান তিনি!

২০৩৪ সালে বিশ্বকাপের শতবর্ষী আসরের সময় আর্জেন্টাইন জাদুকরের বয়স হবে ৪৭ বছর। এই বয়সে বিশ্বকাপে খেলা বাস্তবসম্মত ভাবনা নয়। কিন্তু যুক্তরাষ্ট্রে সাবেকদের একটি প্রদশর্নী ম্যাচ দেখতে গিয়ে মেসির ভবিষ্যৎ নিয়ে এক প্রশ্নের জবাবে কল্পনার লাগাম ছেড়ে দিয়ে ইনফান্তিনো বলেন, ‘শেষ বিশ্বকাপটা সবাই মনে রাখবে। ২০২৬ বিশ্বকাপ হবে ৪৮ দলের প্রথম আসর। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় খেলা হবে। সেটা হবে বিশাল এক সকার পার্টি। এর সাফল্য নিয়ে কোনো সংশয় নেই। আমার আশা, মেসি সেখানে থাকবে। শুধু পরের বিশ্বকাপে নয়, তার পরের আসর এবং ২০৩৪ বিশ্বকাপেও মেসিকে আশা করছি আমি। যতদিন চায় সে খেলে যেতে পারে।’

Check Also

প্যারিস অলিম্পিকের পর্দা উঠছে আজ

শেরপুর নিউজ ডেস্ক: বিশ্ব এখন সর্ববৃহৎ এই ক্রীড়া আসরের ডামাডোলে শামিল হওয়ার অপেক্ষায়। কেননা বিশ্বের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + sixteen =

Contact Us