শেরপুর নিউজঃ দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে বুধবার সন্ধ্যা ৬টায় একই এলাকায় গভীর নিম্নচাপ আকারে ছিল। এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় আকারে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। তবে ঘূর্ণিঝড় তৈরি হলেও বৃহস্পতিবার দেশজুড়ে থাকবে তাপপ্রবাহ।
বুধবার রাতে দেয়া পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। এই সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা কমবে এবং ৫ দিনের মধ্যে বৃষ্টিপাত হতে পারে বলেও জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
অপরদিকে রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী এবং চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়।
এর আগে দুপুরে দেয়া আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৫১৫ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার থেকে ১৪৩৫ কিলোমিটার দক্ষিণে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১৫১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৪৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল।
গভীর নিম্নচাপর কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়া আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে এবং এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে বলেও জানানো হয়।



Users Today : 73
Users Yesterday : 291
Users Last 7 days : 1322
Users Last 30 days : 6121
Users This Month : 4395
Users This Year : 35803
Total Users : 511051
Views Today : 124
Views Yesterday : 437
Views Last 7 days : 2214
Views Last 30 days : 9468
Views This Month : 6545
Views This Year : 103867
Total views : 772075
Who's Online : 2