সর্বশেষ সংবাদ
Home / অর্থনীতি / ছুটি শেষে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম শুরু 

ছুটি শেষে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম শুরু 

শেরপুর নিউজ ডেস্ক: পবিত্র ঈদ-উল ফিতর ও সাপ্তাহিক ছুটির পর আজ শনিবার সকাল থেকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।

জানা যায়; বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান চতুর্দেশী ব্যবসা-বাণিজ্যের সড়কপথে যোগাযোগের নিকটবর্তী দেশের সর্বউত্তরের জেলার তেঁতুলিয়া বাংলাবান্ধা স্থলবন্দর ও ইমিগ্রেশন। গত ১৯ এপ্রিল সাপ্তাহিক ছুটিসহ পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপ, সিএন্ডএফ এজেন্ট ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের যৌথ আলোচনা সভার সিদ্ধান্তে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানী কার্যক্রম ১০ দিন বন্ধ ছিল। তবে ইমিগ্রেশনের যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। উক্ত ছুটি শেষ হওয়ায় আজ থেকে বিভিন্ন দেশের পণ্যবাহি ট্রাক মালামাল নিয়ে স্থলবন্দর ইয়ার্ডে প্রবেশ করছে।

বাংলাবান্ধা আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই খুদা মিলন জানান, পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ছুটি শেষে আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম চালু করেছে।

বাংলাবান্ধা ইমিগ্রেশন অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাবান্ধা ইমিগ্রেশনে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। ১০দিন ছুটির পর পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে।

Check Also

পাটকল নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করছে সরকার: বস্ত্র ও পাটমন্ত্রী

শেরপুর নিউজ ডেস্ক: বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + thirteen =

Contact Us