শেরপুর নিউজ ২৪ডট নেট: আগামী ১১নভেম্বর অনুষ্ঠিতব্য বগুড়ার শেরপুর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের জন্য দলীয় প্রা্থী ঘোষনা করেছ বাংলাদেশ আওয়ামী লীগ।
শেরপুরে যারা নৌকা পেলেন তারা হলেন- কুসুম্বী ইউনিয়নে জুলফিকার আলি সনজু,খামারকান্দিতে আব্দুল মোমিন, খানপুরে পরিমল দত্ত, মির্জাপুরে মোহাম্মদ আলী মুন্টু, বিশালপুরে শাহজাহান আলী, ভবানীপুরে আবুল কালাম আাজাদ, সুঘাটে মনিরুজ্জামান জিন্নাহ, সীমাবাড়ীতে গৌড়দাস রায় চৌধুরী ও শাহবন্দেগীতে আবু তালেব আকন্দ।
বৃহস্পতিবার (৭অক্টোবর) আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড এই তালিকা চুড়ান্ত করে।