Home / পড়াশোনা / অক্টোবরেই খুলছে সব বিশ্ববিদ্যালয় : শিক্ষামন্ত্রী

অক্টোবরেই খুলছে সব বিশ্ববিদ্যালয় : শিক্ষামন্ত্রী

শেরপুর ডেস্কঃ দেশের স্কুল-কলেজ খোলা হলেও এখনো বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়। তবে চলতি মাসেই বিশ্ববিদ্যালয় খুলে দেয়া সম্ভব বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার (৪ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিশ্ববিদ্যালয়গুলো খুলতে কেন দেরি হচ্ছে, সে ব্যাপারে মন্ত্রিসভার পক্ষ থেকে জানতে চাওয়া হলে দীপু মনি এসব কথা বলেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়গুলো খুলতে কেন দেরি হচ্ছে এ বিষয়ে শিক্ষামন্ত্রী ব্যাখ্যা দিয়েছেন। বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব সিন্ডিকেট সিদ্ধান্ত অনুযায়ী চলে, তাই আশা করা হচ্ছে চলতি মাসেই সবকটি বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হবে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় আবাসিক হলগুলোর অবস্থা খারাপ। হল খুলে শিক্ষার্থীদের জিনিসপত্র বা বিছানাপত্র কতটুকু ব্যবহারের উপযোগী আছে, সেগুলো দেখতে হবে। বিশ্ববিদ্যালয়গুলো খুলতে দেরি হওয়ার জন্য এটিকে অন্যতম বড় একটি কারণ বলে মনে করা হচ্ছে।

Check Also

শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে না-শিক্ষামন্ত্রী

শেরপুর নিউজ ডেস্ক: সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =

Contact Us