Bogura Sherpur Online News Paper

বিনোদন

গৃহকর্মীদের কোটি টাকার বাড়ি উপহার দিলেন আলিয়া ভাট!

শেরপুর নিউজ ডেস্ক :

 

করণ জোহরের ‘স্টুডেন্ট অব দি ইয়ার’ দিয়ে বলিউডে যাত্রা শুরু করা আলিয়া ভাট এখন বলিউডের ‘কুইন’। একের পর এক বিগ বাজেটের সিনেমা থেকে ডাকসাইটে ব্র্যান্ডের বিজ্ঞাপনী দূত। সব মিলিয়ে অভিনেত্রীর বৃহস্পতি এখন তুঙ্গে।

সাফল্যের চূড়ায় পৌঁছালেও আলিয়া সেই মানুষগুলোকে ভুলে যাননি, যারা শুরুর দিন থেকে তার পাশে রয়েছেন।

আলিয়া ভাটের উত্থানের সাক্ষী তারা। সেই মানুষগুলোকেই এবার মাথা গোঁজার ঠাই করে দিলেন অভিনেত্রী, দিলেন বাড়ি উপহার! বন্ধু-বান্ধব হোক কিংবা কাছের মানুষ, তাদের সবসময় যত্নে রাখেন আলিয়া ভাট। এমন বহু উদাহরণ এযাবৎকাল প্রকাশ্যে এসেছে। কিন্তু কখনো নিজের দানের কথা প্রকাশ্যে আনেননি অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাড়ির চালক এবং এক গৃহকর্মী, দুজনকেই ৫০ লাখ করে ১ কোটি রুপি উপহার দিয়েছেন, জুহু এবং খর এলাকায় বাড়ি কেনার জন্য। এর আগেও ২০১৯ সালে নাকি ওই দুই পরিচারক সুনীল, অমোলকে আর্থিক সাহায্য করেছিলেন আলিয়া ভাট।

প্রসঙ্গত, ‘জিকিউ ইন্ডিয়া’ হিসাব কষে দেখেছে কাপুরদের মধ্যে বউমা আলিয়াই সব থেকে ধনী। যার মোট সম্পত্তির পরিমাণ ৫৫০ কোটি।

অন্যদিকে ৪৮৫ কোটির মালকিন হিসেবে তার পরেই তালিকায় নাম রয়েছে কারিনা কাপুরের। আর রণবীর কাপুরের মোট সম্পত্তির পরিমাণ ৩৪৫ কোটি। বাকিরা অনেকটাই পিছিয়ে তাদের থেকে।

উল্লেখ্য, বলিউডের সবথেকে ‘দামি নায়িকা’র তালিকাতেও আলিয়া ভাট বর্তমানে তৃতীয় স্থানে। প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনের পরই তিনি।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us