Bogura Sherpur Online News Paper

খেলাধুলা

বাংলাদেশ-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টি আজ

শেরপুর নিউজ ডেস্ক :

 

দীর্ঘদিন পর পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়খরা কাটানোর সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। আজ সন্ধ্যা ৬টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি। এই সিরিজটি অবশ্য ভবিষ্যত্ ট্যুর প্লানে (এফটিপি) ছিল না। বিসিবি ও পিসিবির আলোচনার মাধ্যমে আলোর মুখ দেখেছে এটি। এর আগে ২০২১ সালে বাংলাদেশে এসে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল পাকিস্তান। মিরপুরে সেই সিরিজ ৩-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

এ পর্যন্ত দুই দলের ২২ দেখায় ১৯ বার জয়ী হয়েছে পাকিস্তান, মাত্র ৩টি জয় বাংলাদেশের। লাল-সবুজের প্রতিনিধিদের সবশেষ জয়টি এসেছিল ২০২৩ সালের এশিয়ান গেমসে। এর আগে ২০১৫ ও ২০১৬ সালে পাকিস্তানকে হারিয়েছিল টাইগাররা। বিশেষ করে ২০১৫ সালের জয়টি ছিল ঐতিহাসিক- মিরপুরেই অনুষ্ঠিত একমাত্র ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। এবারও মঞ্চ সেই মিরপুর, আবারও সুযোগ সামনে- গ্যালারিতে সেই স্বপ্ন ফেরার প্রত্যাশা।

শ্রীলঙ্কাকে হারানোর স্মৃতি নিয়ে ফিরেছে বাংলাদেশ দল। তবে সেই আত্মবিশ্বাস নিয়েও সাবধান লিটন কুমার দাস। পাকিস্তানের বিপক্ষে নতুন করে শুরু করার লক্ষ্য তার কণ্ঠে স্পষ্ট, যদিও মিরপুরের উইকেট নিয়ে কিছুটা সংশয়ও রয়েছে তার। লঙ্কানদের বিপক্ষে জয়ের পরে এই সিরিজ নিয়ে লিটন জানিয়েছিলেন, ‘ঢাকায় প্রতিদিন বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে উইকেট ব্যাটিংয়ের জন্য কিছুটা কঠিন হতে পারে। চেষ্টা করব আমরা ভালো ক্রিকেট খেলার। ব্যাটাররা ব্যর্থ হতেই পারে, সেটি স্বাভাবিক। আমরা যতটা মিরপুরকে চিনি, সেখানে ব্যাটিংবান্ধব উইকেট হয় না। যদি এমন হয়, তাতে হতাশ হওয়ার কিছু নেই। যে যার জায়গা থেকে শতভাগ দেওয়ার চেষ্টা করবে।’

পাকিস্তান দল সম্পর্কে লিটন বলেছিলেন, ‘তারা অনেক ভালো দল। দলে রয়েছে বৈচিত্র্য। অনেকেই বিপিএল খেলে, ফলে এই কন্ডিশন সম্পর্কে ভালোভাবে জানে। ম্যাচ সহজ হবে না, তবে আমি আশাবাদী—আমরা যদি স্মার্ট ক্রিকেট খেলতে পারি, তাহলে জয় সম্ভব।’ গতকাল ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনেও এমনটি বলেছেন বাংলাদেশের অধিনায়ক। বিস্তারিত খেলার পাতায়।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us