Bogura Sherpur Online News Paper

বগুড়ার খবর

সান্তাহার থেকে অপহৃত স্কুলছাত্রী ঈশ্বরদী থেকে উদ্ধার,গ্রেফতার ১

 

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা :বগুড়ার আদমদীঘির সান্তাহার থেকে অপহৃত এক স্কুলছাত্রী (১৬) দুই মাস পর ঈশ্বরর্দী থেকে উদ্ধার এবং মুল অপহরণকারী আশিকুজ্জামান ওরফে অনর্ব (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে পাবনা জেলার ঈশ্বরদী ইপিজেড এলাকা থেকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আশিকুজ্জামান ওরফে অনর্ব পাবনা জেলার ঈশ্বরদী যুক্তিতলা দক্ষিণপাড়ার খালেকুজ্জামানের ছেলে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান জানান, সান্তাহার পৌরসভার সাঁতাহার এলাকার সুমন প্রামানিকের মেয়ে ১০ম শ্রেণির ছাত্রী ঈশ্বরদী তার নানা বাড়ি থেকে পড়াশুনা করতো। সেখানে আশিকুজ্জামান ওরফে অনর্ব ওই ছাত্রীকে উত্যক্ত করতো।

এর এক পর্যায়ে গত ১০মে বেলা সাড়ে ১১ টায় আশিকুজ্জামান ওরফে অনর্ব তার সহযোগিদের নিয়ে ওই ছাত্রীকে সান্তাহারের সাঁতাহার বাসা এলাকা থেকে অপহরণ করে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদি হয়ে গত ৪ জুন আদমদীঘি থানায় আশিকুজ্জামান ওরফে অনর্বকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন।

এদিকে গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার ফাঁড়ির পুলিশ গতকাল বৃহস্পতিবার রাতে ঈশ্বরদী ইপিজেড এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার ও মুল অপহরণকারী আশিকুজ্জামান ওরফে অনর্বকে গ্রেফতার করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ শুক্রবার (১১ জুলাই) সকালে ভিকটিমকে ডাক্তারী পরীক্ষা ও জবানবন্দী গ্রহণ এবং গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us