শেরপুর নিউজ ডেস্ক:
গণতন্ত্রে ভিন্নমতের প্রতি সহনশীলতা এবং প্রকাশের সুযোগ থাকা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘গণতন্ত্রের সৌন্দর্য হলো ভিন্ন মত। কেউ কারো মতের সঙ্গে একমত না হলেও, ভিন্নমতটিকে সুরক্ষা ও সংরক্ষণের সর্বোচ্চ চেষ্টা করতে হবে।’
মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে বাংলা একাডেমিতে গণমাধ্যমের স্বাধীনতা ও এর প্রধান অন্তরায় নিয়ে আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটির আয়োজন করে ‘দ্য বাংলাদেশ ডায়লগ’।
মির্জা ফখরুল বলেন, ‘ঢাকার সঙ্গে মফস্বলের দূরত্ব কমানো না গেলে বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না।’ তিনি মনে করেন, দেশের সামগ্রিক উন্নয়নে কেন্দ্র ও প্রান্তিক অঞ্চলের মাঝে ভারসাম্য রক্ষা জরুরি।
তরুণ প্রজন্মের প্রতি আস্থার কথা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘তরুণদের হাত ধরেই বাংলাদেশ একদিন পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবে।’
অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিতার্কিকদের যুক্তির প্রশংসা করে তিনি বলেন, এমন আয়োজন তরুণদের চিন্তা ও প্রকাশের সুযোগ তৈরি করে দেয়, যা গণতান্ত্রিক চর্চার জন্য ইতিবাচক।