ধুনট ( বগুড়া) সংবাদদাতা:
বগুড়ার ধুনট উপজেলায় ঘরের দরজা কেটে ভেতরে ঢুকে ঘুমন্ত অবস্থায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় আবু সাইদ (৩২) নামে অটোভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৮ জুলাই) দুপুর ১ টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। আবু সাইদ উপজেলার চিকাশি ইউনিয়নের জোড়শিমুল গ্রামের বক্স মন্ডলের ছেলে। সে পেশায় অটোভ্যানচালক। সোমবার মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার জোড়শিমুল গ্রামের এক দিনমজুরের স্ত্রী (২৫) প্রায় ছয় মাস আগে আবু সাইদের অটোভ্যানের যাত্রী হয়ে স্থানীয় বাজারে যায়। সেই দিন থেকেই দিনমজুরে স্ত্রীর ওপর কৃ-দৃষ্টি পড়ে আবু সাইদের। এরপর আবু সাইদ প্রায়ই ওই গৃহবধূকে কূপ্রস্তাব দেয়। কিন্ত রাজি হয়নি ওই গৃহবধূ। এ অবস্থায় কয়েক দিন আগে গৃহবধূর স্বামী টাঙ্গাইল জেলা এলাকায় শ্রমিকের কাজ করতে যায়। তখন ওই গৃহবধূ স্বামীর বাড়িতে একা অবস্থান করতে থাকে।
বাড়িতে একা থাকার সুযোগে ২৭ জুন রাত ১টায় আবু সাইদ কৌশলে ঘরের দরজা কেটে ভেতরে ঢুকে খাটের ওপর ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণচেষ্টা করে। এ সময় গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌছলে আবু সাইদ কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় ওই গৃহবধূ বাদি হয়ে সোমবার দুপুরে আবু সাইদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই আব্দুর রাজ্জাক বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমান পাওয়া গেছে। এরআগে আবু সাইদ একই কৌশলে আরো অনেক নারীর সর্বনাশ করেছে।




Users Today : 1405
Users Yesterday : 139
Users Last 7 days : 2755
Users Last 30 days : 4562
Users This Month : 2048
Users This Year : 33456
Total Users : 508704
Views Today : 1544
Views Yesterday : 210
Views Last 7 days : 3525
Views Last 30 days : 7633
Views This Month : 2537
Views This Year : 99859
Total views : 768067
Who's Online : 0