Bogura Sherpur Online News Paper

ইতিহাস ও ঐতিহ্য

উলিপুরে ঐতিহাসিক মুন্সিবাড়ি আজ অযত্ন অবহেলায় ধ্বংসস্তূপে পরিণত

 

 

শেরপুর নিউজ ডেস্ক:

কুড়িগ্রামের উলিপুরে অবস্থিত কারুকার্য খচিত অপূর্ব নির্মাণশৈলির ঐতিহাসিক মুন্সিবাড়িটি আজ অযত্ন আর অবহেলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মুঘল স্থাপত্যের ছাপ ও ব্রিটিশ স্থাপনার আদলে নির্মিত এই বাড়িটি যেন কোনো শিল্পীর হাতে আঁকা এক চিত্রকর্ম।

প্রতিদিনই শত শত নারী-পুরুষ বাড়িটি দেখতে ভিড় করেন। ধসে পড়া ইট আর কারুকার্যমণ্ডিত দেয়ালের সৌন্দর্য আজও দর্শনার্থীদের আকৃষ্ট করে। মনের মাধুরীতে গড়া বাড়িটির বেহাল অবস্থা দর্শনার্থীদের মনে আক্ষেপ সৃষ্টি করে।

উপজেলা সদর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ধরনীবাড়ি ইউনিয়নে অবস্থিত প্রায় ৩৯ একর জমির ওপর এই বাড়িটি আঠারো শতকে নির্মাণ করেন জমিদার বিনোদ লালের পালিত পুত্র ব্রজেন্দ্র লাল মুন্সি।

জনশ্রুতি রয়েছে, কাশিমবাজার এস্টেটের সপ্তম জমিদার কৃষ্ণনাথ নন্দী একটি খুনের মামলায় আদালতে দাঁড়ানোকে অসম্মানজনক মনে করে ১৮৪৪ সালে নিজ বাড়িতে আত্মহত্যা করেন। তার মৃত্যুর পর স্ত্রী মহারাণী স্বর্ণময়ী জমিদারির দায়িত্ব গ্রহণ করেন। তখন তার হিসাবরক্ষকের দায়িত্বে ছিলেন বিনোদ লাল মুন্সি। মহারাণীর অনুমতি নিয়ে তিনি এ স্থানে শিল্পনৈপুণ্যে ভরপুর মুন্সিবাড়িটি নির্মাণ করেন।

বাড়িটির প্রথম তলায় রয়েছে তিনটি কক্ষ। একসময় একটি কক্ষে ব্রজেন্দ্র লাল মুন্সির প্রতিকৃতি ছিল, যা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনী বেয়নেট দিয়ে খুঁচিয়ে নষ্ট করে দেয়। নিঃসন্তান ব্রজেন্দ্র লাল মুন্সি ১৯৬০ সালে মারা যান। পরে তার স্ত্রী আশালতা মুন্সি বিহারী লাল নামে এক ছেলেকে দত্তক নেন। আশালতা মুন্সিও ১৯৭১ সালে মারা গেলে তাঁদের বংশধরেরা কলকাতা চলে যান।

দীর্ঘদিন মামলা-মোকদ্দমা ও মালিকানা পরিবর্তনের পর বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাড়িটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করে।

এই অট্টালিকা ছাড়াও এখানে রয়েছে বেশ কয়েকটি মন্দির, পশ্চিম পাশে একটি উন্মুক্ত মঞ্চ, তুলসী তলা, মন্দিরের উত্তর-পশ্চিমে স্নানের স্থান, বাথরুমের ভেতরে একটি কূপ, এবং বাড়ির সামনে বিশাল এক সূর্য-পুকুর।

সংরক্ষণের অভাবে নাটমন্দির, দুর্গা মন্দির, বিষ্ণু মন্দির, গোবিন্দ মন্দির, শিব মন্দির, শয়নঘর, ডাইনিং রুম, রান্নাঘর, অঙ্কন রুমসহ বাড়ির অন্যান্য অংশ ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। উপরের তলার বিশ্রাম কক্ষ ও বাথরুমও বর্তমানে ব্যবহারের অনুপযোগী।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পক্ষ থেকে কোনো সংস্কার উদ্যোগ গ্রহণ না করায় ঐতিহ্যবাহী মুন্সিবাড়িটি হারিয়ে যেতে বসেছে।

তারা জোরালোভাবে দাবি জানিয়েছেন—প্রত্নতত্ত্ব বিভাগ যেন অবিলম্বে সংস্কার কাজ শুরু করে এবং ভবনটির ঐতিহাসিক গুরুত্ব ও স্থাপত্যিক ঐতিহ্য সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us