শেরপুর নিউজ ডেস্ক:
আগস্টে নির্ধারিত বাংলাদেশ সফর আপাতত স্থগিত করতে চায় ভারত। আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান অনুযায়ী এই সময় তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল ভারতের। তবে হঠাৎ করেই পরিকল্পনায় পরিবর্তন আনতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বিসিবি সূত্র জানিয়েছে, বিসিসিআই আগস্টের পরিবর্তে সিরিজটি নভেম্বরে আয়োজনের প্রস্তাব দিয়েছে। সফর পিছিয়ে নেওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিসিবিকে জানানো হয়েছে।
প্রাথমিক সূচি অনুযায়ী, আগামী ১৭ আগস্ট শুরু হওয়ার কথা ছিল ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচ হওয়ার কথা ছিল মিরপুরে, দ্বিতীয় ম্যাচ ২০ আগস্ট একই ভেন্যুতে এবং ২৩ আগস্ট শেষ ওয়ানডে হওয়ার কথা চট্টগ্রামে।
টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা ছিল ২৬ আগস্ট চট্টগ্রামে। এরপর ২৯ ও ৩১ আগস্ট বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ঢাকায়, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
বিসিবি এখনও আনুষ্ঠানিকভাবে সিরিজ পেছানোর ঘোষণা দেয়নি, তবে সম্ভাব্য নতুন সূচি অনুযায়ী নভেম্বরেই আয়োজন করা হতে পারে বাংলাদেশ-ভারত সিরিজ।