শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ায় বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। শুক্রবার (২৭ জুন) দুপুর ১২টার দিকে অচেতন অবস্থায় তার বন্ধু বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তাকে। এদিকে হিরো আলমের আত্মহত্যা চেষ্টার খবর পেয়ে মুহূর্তেই তার কাছে ছুটে গেছেন স্ত্রী রিয়া মনি। অসুস্থ হিরো আলমকে উন্নত চিকিৎসার জন্য রিয়া মনি ঢাকায় নিয়ে আসেন।
এদিকে, শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে একটি পোস্টে হিরো আলমের সর্বশেষ অবস্থার কথা জানান রিয়া মনি। এতে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ আগের থেকে সুস্থ রয়েছেন হিরো আলম। জীবন যুদ্ধে যারা জয়ী হয়, তারাই হচ্ছে আসল যোদ্ধা। জীবনে চলার পথে অনেক কিছুর সম্মুখীন হতে হয়। অনেক কিছুর শিকার হতে হয়। বলার অনেক কিছু থাকে কিন্তু, বলা যায় না।
এর আগে, শুক্রবার হিরো আলমের অসুস্থতার খবর মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এরপর রিয়া মনি এক সংবাদমাধ্যমকে বলেন, বগুড়া এসে তার (হিরো আলম) সার্বিক বিষয় জেনেছি। এখন তাকে নিয়ে আমি ঢাকার দিকে রওনা দিয়েছি। সেখানে তাকে ভালো কোনো হাসপাতালে নিয়ে চিকিৎসা করাবো।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে হিরো আলম ধুনট উপজেলার যমুনা নদীর তীরে ভান্ডারবাড়ি গ্রামে তার ঘনিষ্ঠ বন্ধু জাহিদের বাড়িতে বেড়াতে যান। রাতে রিয়া মনিকে কেন্দ্র করে দীর্ঘক্ষণ দুই বন্ধুর মধ্যে আলাপ হয়। এরপর তারা পৃথক বিছানায় ঘুমিয়ে পড়েন। পরে শুক্রবার ১১টার দিকে হিরো আলমকে ঘুম থেকে ডেকে না পেয়ে তার বন্ধু উদ্বিগ্ন হয়ে যান। এ সময় হিরো আলমের বালিশের পাশে ঘুমের ওষুধ পড়ে থাকতে দেখা যায়। এরপরই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
প্রন্সঙ্গত, হিরো আলমের সঙ্গে স্ত্রী রিয়া মনির অনেকদিন ধরে সম্পর্কের টানাপড়েন যাচ্ছে। সম্প্রতি রিয়া মনির বিরুদ্ধে থানায় হিরো আলম মামলাও করেছেন। সেই মামলায় রিয়া মনিকে গ্রেপ্তারও করা হয়। তবে এর পরদিন জামিন পান রিয়া মনি। স্ত্রীর সঙ্গে সম্পর্কের টানাপড়েনে অনেকদিন ধরেই হতাশায় মগ্ন ছিলেন হিরো আলম। তাই হতাশায় এমন সিদ্ধান্ত তিনি নিয়েছেন, এমনটাই ধারনা করছেন নেটিজেনরা। তবে রিয়া মনি অসুস্থ হিরো আলমের পাশে দাঁড়িয়েছেন, যা দেখে অনেকেই প্রশংসায় ভাসাচ্ছেন।




Users Today : 1405
Users Yesterday : 139
Users Last 7 days : 2755
Users Last 30 days : 4562
Users This Month : 2048
Users This Year : 33456
Total Users : 508704
Views Today : 1545
Views Yesterday : 210
Views Last 7 days : 3526
Views Last 30 days : 7634
Views This Month : 2538
Views This Year : 99860
Total views : 768068
Who's Online : 0