শেরপুর নিউজ ডেস্ক:
রাজধানীর শেরেবাংলানগর থানাধীন কলেজ গেট এলাকায় মো. অমিত হাসান (২২) নামের এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার ভোরে সোহরাওয়ার্দী হাসপাতাল ফুট ওভারব্রিজের নিচে এই ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক অমিতকে মৃত ঘোষণা করেন। পেশায় চা দোকানদার অমিত কিশোরগঞ্জ সদর উপজেলার মইশা গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে।
তিনি গণভবন টিনশেড কলোনি পানির পাম্পের পাশে পরিবারের সঙ্গে থাকতেন। অমিতের মা আছমা বেগম কালের কণ্ঠকে বলেন, ‘গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে বাসায় ভাত না থাকায় অমিতকে বাইরে খেতে যেতে বলি। সে তার বান্ধবীর সঙ্গে কলেজ গেট এলাকায় খেতে যায়।