Bogura Sherpur Online News Paper

অপরাধ জগত

হত্যার উদ্দেশ্যে সাংবাদিককে কুপিয়ে মারাত্মক জখম

 

শেরপুর নিউজ ডেস্ক:

খবর প্রকাশের জের ধরে হত্যার উদ্দেশ্যে খান মাইনউদ্দিন নামের এক সাংবাদিককে কুপিয়ে মারাত্মক জখম করেছে সন্ত্রাসীরা। মুমূর্ষু অবস্থায় আহত সাংবাদিককে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত সাংবাদিক খান মাইনউদ্দিন হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।

আহত সাংবাদিকের স্বজনরা জানিয়েছেন, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খান মাইনউদ্দিনকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।

এর আগে মঙ্গলবার (২৪ জুন) দিবাগত রাত ৯ টার দিকে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি গ্রামের নিজ বাড়ির সন্নিকটে আকস্মিকভাবে হত্যার উদ্দেশ্যে সাংবাদিক খান মাইনউদ্দিনের মাথায় এলোপাতাড়িভাবে কুপিয়ে মারাত্মক জখম করে সন্ত্রাসীরা।

খান মাইনউদ্দিন দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার বরিশাল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

তার (মাইনউদ্দিন) ঘনিষ্ঠ সহকর্মীরা জানিয়েছেন, সম্প্রতি নলছিটিতে কালভার্ট নির্মাণে অনিয়মের খবর প্রকাশের পর সাংবাদিক খান মাইনউদ্দিনের ওপর একটি মহল চরম ক্ষুব্ধ ছিল। ধারণা করা হচ্ছে, ওই মহলটি এ হামলা চালিয়েছে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us