Bogura Sherpur Online News Paper

রাজনীতি

‘সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচিত না হলে অশান্তি দূর করা সম্ভব নয়’-জামায়াত

শেরপুর নিউজ ডেস্ক:

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, ‘সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচিত না হলে অশান্তি দূর করা সম্ভব নয়। চট্টগ্রাম-৯ আসন হচ্ছে চট্টগ্রামের জন্য গুরুত্বপূর্ণ আসন। এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করতে পারলে সারা বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে।’

সোমবার (২৩ জুন) চকবাজার ১৬ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, প্রত্যেকটা নেতাকর্মী যদি এখন থেকে এলাকা চিহ্নিত করে ভোটের জন্য নেমে পড়ে তাহলে আমাদের প্রার্থীর বিজয় সুনিশ্চিত হবে, ইনশাআল্লাহ।

তিনি দেশব্যাপী যে একটা নির্বাচনী জোয়ার বয়ে যাচ্ছে, সেখানে প্রত্যেকটা নেতাকর্মীকে আমিরে জামায়াতের প্রতিনিধিত্বের ভূমিকায় অবতীর্ণ হয়ে ভোট যুদ্ধে ঝাপিয়ে পড়ার আহ্বান জানান।

সেই সঙ্গে তিনি সব দায়িত্বশীলকে চোখ-কান খোলা রেখে কাজ করতে বলেন এবং চট্টগ্রামে যাতে অতীতের ন্যায় কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখার তাকিদ দেন।

চট্টগ্রাম-৯ আসনের নির্বাচন পরিচালক ও চট্টগ্রাম মহানগরী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক ডা. এ কে এম ফজলুল হক ও চকবাজার থানা আমির আহমদ খালেদুল আনোয়ার।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us