শেরপুর নিউজ ডেস্ক :
ভুটানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৫ পাচ্ছেন চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্র সংগঠক সুপিন বর্মন। ২০২৪ সালে নেপালে প্রথমবারের মতো এই আয়োজনের সফলতার পর আয়োজক সংগঠন এবিএম (অমল ভগত মিডিয়া) দ্বিতীয়বারের মতো আগামী ৬ জুলাই ভুটানে আয়োজন করছে ২য় আন্তর্জাতিক অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৫। রাজধানী থিম্পুর আইকনিক ক্লক টাওয়ার স্কয়ারে অনুষ্ঠিতব্য এ আয়োজনে প্রধান অতিথি থাকবেন ভারতীয় জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী প্রজক্তা শিন্ডে।
আয়োজক সূত্রে জানা যায়, মফস্বল শহরে বসবাস করে চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজনের ধারাবাহিক সফলতার কারণে বিনোদন শাখায় বগুড়া তথা বাংলাদেশ থেকে নির্মাতা ও চলচ্চিত্র সংগঠক সুপিন বর্মনকে সম্মাননা জানানোর জন্য মনোনীত করা হয়েছে।
এবিএম (অমল ভগত মিডিয়া) জানায়, এই আন্তর্জাতিক পুরস্কার অনুষ্ঠানে শিক্ষা, ব্যবসা, শিল্প, সমাজসেবা, খেলাধুলা এবং বিনোদনের মতো বিভিন্ন ক্ষেত্রে যারা অসামান্য অবদান রাখছেন সেইসব ব্যক্তিত্বদের সম্মাননা জানানোর জন্য আমাদের এ আয়োজন।
বাংলাদেশের হয়ে এই সম্মান প্রাপ্তির বিষয়ে সুপিন বর্মন বলেন, আমাকে যেহেতু একজন নির্মাতা ও সংগঠক হিসেবে এই সম্মান প্রদান করায় আগামীতে আরও ভালো কাজ করার জন্য দারুণভাবে অনুপ্রাণিত করবে। এটা সত্যি যে, আমি একটি জেলা শহরে থেকে নানান প্রতিকূলতাকে মাড়িয়ে কাজ করার চেষ্টা করে যাচ্ছি, এজন্য আমার সহযোদ্ধা, সংকর্মীদের প্রতি আমি কৃতজ্ঞ সেই সাথে পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদের পক্ষ থেকে আয়োজকবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী ৬ জুলাই ভুটানে এই পুরস্কার দেওয়া হবে জানান তিনি।




Users Today : 1410
Users Yesterday : 139
Users Last 7 days : 2760
Users Last 30 days : 4567
Users This Month : 2053
Users This Year : 33461
Total Users : 508709
Views Today : 1550
Views Yesterday : 210
Views Last 7 days : 3531
Views Last 30 days : 7639
Views This Month : 2543
Views This Year : 99865
Total views : 768073
Who's Online : 1