শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুরে রাস্তার ছয়টি ইউক্যালিপটাস গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে একটি রাজনৈতিক দলের স্থানীয় নেতা মিজানুর রহমান, সরোয়ার রহমান,বাবলু (৫৮) ,ফজর আলী (৫৫) নামের ৪ ব্যক্তির বিরুদ্ধে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার (১৬ জুন) সকাল ১০টায় উপজেলার সুঘাট ইউনিয়নের চোমরপাথালিয়া গ্রামের সরকারি রাস্তার ওপর থেকে চারটি বড় ইউক্যালিপটাস গাছ কেটে নিয়েছেন মিজানুর ও সরোয়ারসহ একটি দলের স্থানীয় নেতাকর্মীরা।
গাছগুলো কেটে ট্রলিতে তুলে দ্রুত সেখান থেকে নিয়ে যাওয়া হয়। এসময় তাদের ভয়ে এলাকার কেউ কোন কথা বলেননি ও বাধা দেননি। অপরদিকে ফজর আলী নামের স্থানীয় এক ব্যক্তি গত শনিবার দু’টি গাছ কেটে নিয়ে যায়।
এলাকাবাসীর সাথে কথা বললে তারা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিএনপির ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের নেতৃত্বে স্থানীয় নেতারা এসে এই গাছগুলো কেটে নিয়ে গেছেন। তারা আরও বলেন, স্থানীয় ব্যক্তি বাবলুর কাছ থেকে নামমাত্র মূল্যে মিজানুর রহমান গাছগুলো কিনে কেটে নিয়ে গেছেন।
গাছ বিক্রেতা বাবলুর স্ত্রী বলেন, আমাদের বাড়ির সামনের কয়েকটি গাছ মিজানুরের কাছে বিক্রি করেছি। রাস্তার ওপরের গাছ বিক্রির বিষয়ে বলেন, আমরা মেপে দেখি এই গাছগুলো আমাদের সীমানায় পড়েছে, কিন্তু গাছগুলো আমরা রোপণ করিনি। মিজানুর রহমান ও সরোয়ার বলেন, গাছগুলো বাবলুর সীমানায় হওয়ায় তিনি কেটে নিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার আশিক খান বলেন, বিষয়টি জানার পর লোক পাঠিয়েছি। গাছগুলো উদ্ধারের পর এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।