শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শাজাহানপুরে ফোরকান হত্যা মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে আড়াইটার দিকে শাজাহানপুর উপজেলার বোহাইল প্রামানিকপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির নাম সাজ্জাদুল ইসলাম ওরফে রনি(৪০)। তিনি ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে। এছাড়াও তিনি খোট্রাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং খোট্রাপাড়া ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডে মেম্বার ও প্যানেল চেয়ারম্যান। এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক।
পুলিশের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফোরকান হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি সাজ্জাদুল ইসলাম ওরফে রনিকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।