Bogura Sherpur Online News Paper

দেশের খবর

পুলিশের জন্য কেনা হচ্ছে ২০০টি ডাবল কেবিন পিকআপ

 

শেরপুর নিউজ ডেস্ক:

 

পুলিশের চলাচলে সুবিধার জন্য ২০০টি ডাবল কেবিন পিকআপ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১৭২ কোটি টাকা। প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে এসব পিকআপ কেনার অনুমোদন দিয়েছে সরকারের ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

বুধবার (৪ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, চলতি (২০২৪-২৫) অর্থবছরে বাংলাদেশ পুলিশের অপারেশনাল কাজে ব্যবহারের জন্য সরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) মাধ্যমে ২০০টি কেবিন পিকআপ কেনার প্রস্তাব নিয়ে আসে জননিরাপত্তা বিভাগ। উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে। এই পিকআপ কিনতে মোট ব্যয় ধরা হয়েছে ১৭২ কোটি টাকা।

এদিকে, বৈঠকে সমাজসেবা অধিদপ্তরের একটি প্রকল্পের দুটি প্যাকেজে ২৫ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ের অনুমোন দেওয়া হয়েছে। ইউনাইটেড নেশনস চিলড্রেন ফোরাম (ইউনিসেফ) এ প্রকল্পের কাজ করছে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us