শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুর উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। শুক্রবার (৩০ মে) উপজেলার বিভিন্ন মসজিদে জুমার নামাজ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় এই দোয়া ও অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা শফিকুল আলম তোতা, সিনিয়র সহ-সভাপতি পিয়ার হোসেন, সহ-সভাপতি মাহবুবুর রহমান, আব্দুল হাই সিদ্দিকী হেলাল, ডা: শাহ আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হিরু, বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর রহমান টুলু, মোস্তাফিজুর রহমান নিলু, দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক হামিদুল ইসলাম,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ আপেল, পৌর বিএনপির দপ্তর মির্জা নজরুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক আশরাফুদ্দৌলা মামুন, যুগ্ম আহবায়ক ও সাবেক কমিশনার জাকারিয়া মাসুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহ মোহাম্মদ কাওসার কলিন্স, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাফিজুল আসিফ শাওন, পৌর যুবদলের আহবায়ক শাহাবুল করিম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আসিফ, মহিলা দলের নেত্রী নাসরিন আক্তার পুটি, মিষ্টি, শেফালী, ডিনা, লাইলী, শেরপুর উপজেলা জিয়া পরিষদের সভাপতি মাহবুবুল হক মাহবুব, সিনিয়র সহ-সভাপতি তারিফউল ইসলাম, সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন, সিনিয়র সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
এ সময় বক্তারা শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীনতা যুদ্ধের অবদান এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। তাঁরা বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় নেতা, যিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনাসদস্যের হাতে শহীদ জিয়াউর রহমান নিহত হন।