Bogura Sherpur Online News Paper

অর্থনীতি

টেলিভিশন ও বেতারে বাজেট পেশ ২ জুন

শেরপুর নিউজ ডেস্ক: আগামী অর্থবছরের বাজেট জাতীয় সংসদের বাইরে টেলিভিশন ও বেতারে পেশ করা হবে। আগামী ২ জুন সোমবার বিকেল ৪টায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বাজেট উপস্থাপন করবেন। এর আগে সর্বশেষ ২০০৮ সালে সংসদের বাইরে বাজেট দেওয়া হয়েছিল। সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার তখন ক্ষমতায় ছিল।

গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে ক্ষমতার পালাবদলে দেশের ভিন্ন বাস্তবতায় এবারও সংসদের বাইরে বাজেট উপস্থাপন হচ্ছে। বর্তমানে জাতীয় সংসদ চালু না থাকায় ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তব্য এবার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিসহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে প্রচার করা হবে। গতকাল বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে। তথ্য বিবরণীতে বলা হয়, আগামী ২ জুন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জাতির উদ্দেশে ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন।

ওই দিন বিকেল ৪টায় ধারণকৃত বাজেট বক্তব্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্র্রচারিত হবে। এ ছাড়া বাংলাদেশ টেলিভিশন থেকে ‘ফিড’ নিয়ে অন্য সব বেসরকারি টেলিভিশন ও বেতারে একই সময়ে জাতীয় বাজেট বক্তব্য প্রচারের অনুরোধ করা হয়েছে। সাধারণত আগের অর্থবছরগুলোতে বৃহস্পতিবার বাজেট দেওয়া হতো। এবার ঈদের ছুটির কারণে ওই রীতি পরিবর্তন করে সোমবার বাজেট ঘোষণা করা হবে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us