শেরপুর নিউজ ডেস্ক: আগামী অর্থবছরের বাজেট জাতীয় সংসদের বাইরে টেলিভিশন ও বেতারে পেশ করা হবে। আগামী ২ জুন সোমবার বিকেল ৪টায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বাজেট উপস্থাপন করবেন। এর আগে সর্বশেষ ২০০৮ সালে সংসদের বাইরে বাজেট দেওয়া হয়েছিল। সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার তখন ক্ষমতায় ছিল।
গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে ক্ষমতার পালাবদলে দেশের ভিন্ন বাস্তবতায় এবারও সংসদের বাইরে বাজেট উপস্থাপন হচ্ছে। বর্তমানে জাতীয় সংসদ চালু না থাকায় ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তব্য এবার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিসহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে প্রচার করা হবে। গতকাল বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে। তথ্য বিবরণীতে বলা হয়, আগামী ২ জুন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জাতির উদ্দেশে ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন।
ওই দিন বিকেল ৪টায় ধারণকৃত বাজেট বক্তব্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্র্রচারিত হবে। এ ছাড়া বাংলাদেশ টেলিভিশন থেকে ‘ফিড’ নিয়ে অন্য সব বেসরকারি টেলিভিশন ও বেতারে একই সময়ে জাতীয় বাজেট বক্তব্য প্রচারের অনুরোধ করা হয়েছে। সাধারণত আগের অর্থবছরগুলোতে বৃহস্পতিবার বাজেট দেওয়া হতো। এবার ঈদের ছুটির কারণে ওই রীতি পরিবর্তন করে সোমবার বাজেট ঘোষণা করা হবে।