কাহালু (বগুড়া) সংবাদদাতা:
বগুড়ার কাহালুতে মোঃ আবু রেজা (রিপন) নামের এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ১৫/১৬ জনের একটি ডাকাত দল বাড়ির সবাইকে দেশীয় অস্ত্রের মূখে জিম্মি করে নগদ ৪ লাখ ৭০ হাজার টাকা ও প্রায় ২৮ ভরি স্বর্ণালঙ্কার লুট করেছে বলে দাবী করেন উল্লিখিত ব্যবসায়ী।
জানা গেছে, উপজেলার দরগাহাট বাজারে অবস্থিত মুন্নু এন্ড রাইশা এন্টারপ্রাইজের মালিক আবু রেজা রিপন শিক্ষকতার পাশাপাশি ব্যবসাও করেন। দরগাহাটের পশ্চিম পাশে ও বগুড়া-নওগাঁ মহাসড়কের উত্তর পাশে তার একটি বাড়ি রয়েছে এবং সেখানেই তিনি পরিবার পরিজন নিয়ে বসবাস করেন। (২৭ মে) সোমবার দিবাগত রাত ২ টা ৫৫ মিনিটের সময় রিপনের বাড়ির পশ্চিম পাশের গ্রীল কেটে প্রথমে পাঁচজন ডাকাত বাড়িতে প্রবেশ করে তার স্ত্রী ও দুই কন্যাকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। কন্যাদের চিৎকারে ঘুম থেকে উঠে কিছু বলার আগে তাকেও জিম্মি করে ডাকাত দল।
রিপন জানান, আমার স্ত্রী-কন্যাদের জিম্মি করার পর ডাকাত দল হুমকি দেয় কোনো শব্দ করলে তোদের চারজনকে হত্যা করা হবে। তারপর রিপনের হাত-পা মুখ বেঁধে ও স্ত্রী-কন্যাকে অস্ত্রের মুখে জিম্মি করে বাহিরের দরজাসহ আলমারী ও বিভিন্ন ডয়ারের চাবি নেয় ডাকাত দল। বাহিরের গেট খোলার পর আরও কয়েকজন বাড়িতে প্রবেশ করে। তারপর আলমারীসহ বিভিন্ন ডয়ার একে একে খুলেনগদ ৪লাখ ৭০হাজার টাকা ও প্রায় ২৮ ভরি স্বর্ণালঙ্কার লুট করে। প্রায় ঘন্টা খানেক সময় ধরে লুটপাট করে যাওয়ার সময় ডাকাত দল হুমকি দিয়ে যায়, এবিষয়ে কোনো প্রদক্ষেপ নিলে তোদেরকে হত্যা করা হবে। এই ঘটনার পর রিপন নিজেকে অনিরাপদ মনে করে অনেকটা ভেঙ্গে পড়েছেন। এবিষয়ে মামলা করবেন কী-না? তা নিয়েও অনেকটা দ্বিধাদ্বন্দের মধ্যে রয়েছেন।
মোবাইল ফোনে কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নানের সঙ্গে কথা বলা হলে তিনি জানান, এবিষয়ে এখনো আমাকে কেউ অবগত করেনি।