শেরপুর নিউজ ডেস্ক:
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন জাপান সফরে ৭ সমঝোতা স্মারক সই হচ্ছে। এছাড়া জাপানের কাছে ১ বিলিয়ন ডলার বাজেট সহায়তা চাওয়া হবে।
আগামী ২৭ মে দিবাগত রাতে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি ২৯-৩০ মে টোকিওতে অনুষ্ঠিতব্য নিক্কেই ফোরামের সম্মেলনে অংশ নেবেন।
সম্মেলনে অংশ নেওয়া ছাড়াও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে আগামী ৩০ মে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। বৈঠকে মাতারবাড়ী প্রকল্প, ইন্দো প্যাসিফিক সহায়তা ও বাণিজ্য-বিনিয়োগ, জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা হতে পারে।
সূত্র জানায়, প্রধান উপদেষ্টার জাপান সফরকালে দেশটির সঙ্গে ৭টি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে । এর মধ্যে রয়েছে -বিজনেস টু বিজনেস (ব্যবসায় পর্যায়ে) ২টি, এনার্জি খাতে ১টি, বাংলাদেশ বিনিয়োগ বোর্ড কর্তৃপক্ষ-বিডার সঙ্গে ২টি, বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোনে সহায়তা নিয়ে ২টি সমঝোতা স্মারক সই হতে পারে।
এদিকে জানা গেছে, বাংলাদেশে আগামী ২ জুন ২৫-২৬ অর্থ বছরের জন্য জাতীয় বাজেট ঘোষণা হবে। আগামী বাজেটের জন্য জাপানের কাছে ১ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা চাওয়া হবে।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস জাপান সফরকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী, জাইকা ও জেট্রোর প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া নিক্কেই সম্মেলনের ফাঁকে বিশ্বের অন্যান্য দেশের শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করবেন।
এর আগে গত ১৫ মে বাংলাদেশ ও জাপানের মধ্যে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে । এতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন জাপান সফর বিশেষ গুরুত্ব পায়।
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বাঞ্চল বিষয়ক সচিব ড. মো. নজরুল ইসলাম। আর জাপানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রবিষয়ক সিনিয়র উপমন্ত্রী আকাহোরি তাকেশি।
প্রধান উপদেষ্টা চারদিনের জাপান সফর শেষে আগামী ৩১ মে ঢাকা ফিরবেন।