শেরপুর নিউজ ডেস্ক: বছর ঘুরতে আবারও সেই মে মাসেই দেখা দিয়েছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। গত বছর ২৭ মে উপকূলীয় অঞ্চলে ব্যাপক তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় রিমাল। আম্ফান, মোখার মতো ঘূর্ণিঝড়ও আঘাত হেনেছিল মে মাসেই। বিগত পাঁচ বছরে সাতটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের পাঁচটিই ছিল মে মাসে।
এবারও মাসের শেষ দিকে বঙ্গোপসাগরে নিম্নচাপের পূর্বাভাস পরবর্তীসময়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা বলছেন, মে মাসে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) শুরু হওয়ার আগে বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রবণতা বাড়ে। নভেম্বর মাসে বর্ষা শেষ হয়, অর্থাৎ মৌসুমি বায়ু বিদায় নেয়—এই ট্রানজিশন পিরিয়ডে আবহাওয়ায় অস্থিরতা তৈরি হয়, যা ঘূর্ণিঝড়ের জন্ম দিতে পারে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ‘সাধারণত বর্ষার আগ মুহূর্তে সাগরে নিম্নচাপের আশঙ্কা প্রবল থাকে। নিম্নচাপটি হতে পারে মে মাসের ২৩ থেকে ২৫ তারিখের মধ্যে। এখন এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না সেটা বলার সময় এখনো আসেনি। তবে ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা রয়েছে।’
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জাগো নিউজকে বলেন, ‘সমুদ্রের উষ্ণতা, মৌসুমি বায়ুর পরিবর্তন ও বঙ্গোপসাগরের ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে মে মাস ঘূর্ণিঝড় গঠনের জন্য অনুকূল। এ মাসের ২৩ তারিখে সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। ২৫ থেকে ২৮ তারিখের মধ্যে যে কোনো দিন আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়। বিগত বছরের পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে, মে মাসের চতুর্থ সপ্তাহ ঘূর্ণিঝড়ের সম্ভাব্য সময়।’
তিনি বলেন, ‘এ মাসের ২৭ তারিখ অমাবস্যা হতে পারে। পূর্ণিমার রাতে সাগরে জোয়ারের উচ্চতা অনকে বেশি থাকে। ওই সময় যদি ঘূর্ণিঝড় হয়, তখন এটা ভয়ংকর হবে। তবে আশা করছি এর আগে সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হবে।’
এ মাসের ২৭ তারিখ অমাবস্যা হতে পারে। পূর্ণিমার রাতে সাগরে জোয়ারের উচ্চতা অনেক বেশি থাকে। ওই সময় যদি ঘূর্ণিঝড় হয়, তখন এটা ভয়ংকর হবে। তবে আশা করছি এর আগে সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হবে।-কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সাধারণত মে মাসের ২০ থেকে জুন মাসের ১৯ তারিখের মধ্যে মৌসুমি বায়ু বাংলাদেশে প্রবেশ করে বর্ষা ঋতুর আগমন ঘোষণা করে। মৌসুমি বায়ু বঙ্গোপসাগরের দক্ষিণ সীমানায় এখন অবস্থান করছেন। এর আগেই ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হয়। বঙ্গোপসাগরের বর্তমান অবস্থা একটা সাইক্লনিক ঘূর্ণিবার্তার জন্য প্রস্তত হয়ে আছে, যা নিম্নচাপ অবস্থা থেকে ক্যাটাগরি-১ মাত্রার ঘূর্ণিঝড়ের আদলে রূপ গ্রহণ করতে পারে।