শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে প্রতারণার মাধ্যমে নকল স্বর্ণের মুর্তি বিক্রি চক্রের তিনসদস্যকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (১৫ মে) রাতে শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের সগুনিয়া গ্রামে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের সগুনিয়া গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে খোরশেদ আলম ওরফে খুশি (৫৪), একই গ্রামের নূর হোসেনের ছেলে মো. আবুল কালাম (৫০), মৃত মন্তাজ আলীর ছেলে মো. ইদ্রিস আলী (৫৫)।
মামলা সুত্রে জানা গেছে, যশোর জেলার দৌলতপুর গ্রামের আছাদুজ্জামান মোল্লা পুর্ব পরিচয়ের সুত্র ধরে শেরপুরের বিশালপুর ইউনিয়নের সগুনিয়া গ্রামের খোরশেদ আলম ওরফে খুশির নিকট থেকে ৫ লাখ টাকা দিয়ে একটি স্বর্ণের মুর্তি ক্রয় করতে আসেন। দুই লাখ টাকা দিয়ে কথিত স্বর্ণের মুর্তিটি নিয়ে শেরপুর শহরের স্বর্ণকারদের নিকট দেখালে তারা বলেন যে, পুতুলটি পিতলের। এরপর তারা পুলিশের শরনাপন্ন হলে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। এসময় দ্বিখন্ডিত কথিত স্বর্ণের মুর্তিটি উদ্ধার করা হয়েছে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় শেরপুর থানায় দণ্ডবিধি ১৮৬০ এর ৪০৬ ও ৪২০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের আদালতে সোর্পদ করা হয়েছে।



Users Today : 1405
Users Yesterday : 139
Users Last 7 days : 2755
Users Last 30 days : 4562
Users This Month : 2048
Users This Year : 33456
Total Users : 508704
Views Today : 1544
Views Yesterday : 210
Views Last 7 days : 3525
Views Last 30 days : 7633
Views This Month : 2537
Views This Year : 99859
Total views : 768067
Who's Online : 0