Home / খেলাধুলা / ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল

 

শেরপুর নিউজ ডেস্ক:

টি-টোয়েন্টিতে হতাশা থাকলেও ওয়ানডেতে হাসি ফুটবল নিগার সুলতানাদের মুখে। বুধবার (১৪ মে) আইসিসির প্রকাশিত নারী ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ৮ নম্বর জায়গা থেকে উঠে এসেছে ৭ নম্বরে।

মাত্র কয়েকদিন আগেই টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ নারী দল এক ধাপ পিছিয়ে ১০ নম্বরে নেমে গিয়েছিল। সেখানে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ শেষে হতাশার ছাপ ছিল স্পষ্ট। তবে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সে দৃশ্যপট বদলে গেছে।

আজ প্রকাশিত বার্ষিক হালনাগাদে ৭ নম্বরে উঠে এসে নিজেদের অবস্থান কিছুটা দৃঢ় করল টাইগ্রেসরা। এই তালিকায় পাকিস্তান আছে ঠিক এক ধাপ পেছনে, ৮ নম্বরে।

ওয়ানডে র‍্যাঙ্কিং হালনাগাদে ২০২২ সালের মে থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত সময়কালকে দুটি ভাগে বিবেচনা করেছে আইসিসি। এই দুই বছর আগের পারফরম্যান্স ৫০ শতাংশ ও সর্বশেষ বছরের পারফরম্যান্স বাকি ৫০ শতাংশ ওজন পেয়েছে।

২০২২ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ ১৭টি ওয়ানডে খেলেছে, যেখানে জয় এসেছে মাত্র তিনটিতে। হেরেছে ৯ ম্যাচে, তিনটি হয়েছে পরিত্যক্ত। বাকি দুই ম্যাচ টাই হলেও একটি সুপার ওভারে ভারতের বিপক্ষে দুর্দান্ত জয় এনে দেয় টাইগ্রেসদের।

তবে সর্বশেষ এক বছরে বাংলাদেশ নারীদের পারফরম্যান্স অনেক ভালো। ১১টি ম্যাচের মধ্যে জয় এসেছে ৭টিতে, হেরেছে মাত্র ৪টি। এই ধারাবাহিক উন্নত পারফরম্যান্সই মূলত র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশকে এগিয়ে এনেছে।

বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৯। পাকিস্তানের রেটিং ৭৮, খুব কাছাকাছি। অন্যদিকে বড় ধস নেমেছে ওয়েস্ট ইন্ডিজে। ১০ রেটিং পয়েন্ট হারিয়ে তারা দুই ধাপ পিছিয়ে ৯ নম্বরে নেমে গেছে। তাদের রেটিং এখন ৭২। ৫০ রেটিং পয়েন্ট নিয়ে ১০ নম্বরে অবস্থান করছে আয়ারল্যান্ড।

শীর্ষ ছয়ে কোনো পরিবর্তন হয়নি। বরাবরের মতো অস্ট্রেলিয়া (১৬৭) শীর্ষে। পরবর্তী অবস্থানগুলোতে যথাক্রমে আছে ইংল্যান্ড (১২৭), ভারত (১২১), নিউজিল্যান্ড (৯৬), দক্ষিণ আফ্রিকা (৯০) ও শ্রীলঙ্কা (৮২)।

বাংলাদেশ নারী দলের জন্য এটি নিঃসন্দেহে একটি প্রেরণাদায়ী মুহূর্ত। ওয়ানডে ফরম্যাটে ধারাবাহিক উন্নতির এই ধারা যদি অব্যাহত থাকে, তাহলে বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান আরও মজবুত করতে পারবে নিগার বাহিনী। টি-টোয়েন্টিতে হোঁচট খেলেও ওয়ানডেতে তারা এখন আশার প্রতীক।

Check Also

ছয় মাস পর আজ মাঠে নামছেন সাকিব

শেরপুর নিউজ ডেস্ক: শেষবার তাঁকে মাঠে দেখা গিয়েছিল আবুধাবি টি১০-এ। গেল বছরের ৩০ নভেম্বর সেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us