শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতা ও বিস্ফোরক মামলায় মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম নবী বাদশা (৬২) কে গ্রেফতার করেছে।
সোমবার (১২ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাকে শেরপুর উপজেলার মির্জাপুর বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত গোলাম নবী বাদশা শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মদনপুর গ্রামের মৃত আলহাজ¦ আয়েজ উদ্দিনের ছেলে এবং মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত গোলাম নবী বাদশা শেরপুর থানায় গত ১৫ নভেম্বর দায়েরকৃত বিষ্ফোরক ও নাশকতা মামলায় তদন্তে প্রাপ্ত আসামী।