Bogura Sherpur Online News Paper

রাজনীতি

রাজনৈতিক লিয়াজোঁ কমিটি গঠন করলো এনসিপি

শেরপুর নিউজ ডেস্ক:

দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে প্রধান করে ১০ সদস্যের রাজনৈতিক লিয়াজোঁ কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত প্রেরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, বিভিন্ন রাজনৈতিক দল, উদ্যোগ ও পক্ষের সঙ্গে আলাপ-আলোচনার জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলামের অনুমোদনক্রমে রাজনৈতিক লিয়াজোঁ কমিটি গঠিত হয়েছে।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন—দলের যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, মাহবুব আলম, ড. আতিক মুজাহিদ, আশরাফ উদ্দিন মাহাদী, অনিক রায়, যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক, মুহাম্মদ হাসান আলী, সংগঠক মাওলানা সানাউল্লাহ খান ও যুগ্ম মুখ্য সমন্বয়ক সাদ্দাম হোসেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us