শেরপুর নিউজ ডেস্ক:
জীবনের ব্যস্ততা আমাদের অনেক কিছুর থেকে দূরে সরিয়ে দেয়। ঠিক এমনই এক আফসোস প্রকাশ করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। প্রিয় বন্ধু বেনজিরের সঙ্গে শাড়ি পরে এক বিকেল কাটানোর পরিকল্পনা করেছিলেন তিনি, কিন্তু বাস্তবায়ন আর হয়নি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা একাধিক ছবিতে দেখা যায়—দুজনেরই হাস্যোজ্জ্বল মুহূর্ত, আনন্দে ভরা সময়। সেই সঙ্গে ফারিয়া লেখেন, ‘কথা ছিল তাকে নিয়ে ম্যাচিং শাড়ি পরে পহেলা বৈশাখে ঘুরতে যাব, সময়, সুযোগ, ড্রাইভার আর ট্রাফিকের কারণে এখনো তা হয়ে ওঠেনি, তার মধ্যে সে অভিমান নিয়ে স্ট্যাটাস ও দিয়ে ফেলসে! যদিও এর মাঝে দুইবার তার বাসায় গিয়েছিলাম, একবার বাইরেও গিয়েছি, কিন্তু শাড়ি পরে তো বের হইনি! সেই অভিমান তার এখনো কমেনি।
’তিনি আরো লিখেছেন, ‘আজকের একটা সন্ধ্যা আমার প্রিয় মানুষগুলোর সাথে। বেনজির সামনের মাসেই চলে যাবে, তখন এই ছবিগুলো দেখেই মন খারাপ হবে জানি, যখন ও দেশে থাকে, মনে হয় আছেই তো, দেখা হবে, কিন্তু যখন চলে যায় মনে হয় ‘ইস, আরেকটু সময় যদি কাটাতে পারতাম’—এই আফসোস কোনো দিন শেষ হবে না জানি, এইটাও জানি এটাই জীবন, এটাই অ্যাডাল্টহুড!’বন্ধুত্ব, সময় এবং স্মৃতিকে ঘিরে গড়ে ওঠা এই অনুভবের গল্পটি সামাজিক মাধ্যমে ছুঁয়ে গেছে অনেক ভক্ত-অনুরাগীকেও।