সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / বাংলাদেশের ১১ সদস্যের বিশেষজ্ঞ দল ভারত সফরে যাচ্ছেন

বাংলাদেশের ১১ সদস্যের বিশেষজ্ঞ দল ভারত সফরে যাচ্ছেন

শেরপুর নিউজ ডেস্ক:

ভারত-বাংলাদেশ গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নের বিষয়ে যৌথ কারিগরি বিশেষজ্ঞ কমিটির ৮৬তম বৈঠকে যোগ দিতে বাংলাদেশের ১১ সদস্যের একটি বিশেষজ্ঞ দল ভারত সফরে যাচ্ছেন।

শনিবার (১ মার্চ) পিটিআই সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম ডেকান হেরাল্ড ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশি প্রতিনিধি দল সোমবার (৩ মার্চ) কলকাতায় পৌঁছাবে।

প্রতিবেদনে বলা হয়, জয়েন্ট রিভার কমিশনের (জেআরসি) সদস্য মুহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে বাংলাদেশি প্রতিনিধিদল ৩ মার্চ কলকাতায় পৌঁছাবে। আর সেখান থেকে ৫ মার্চ সকাল পর্যন্ত গঙ্গা নদীর ফারাক্কায় যৌথ পর্যবেক্ষণ স্থানে দুই দিন অবস্থান করবে।

জেআরসির সিনিয়র যুগ্ম কমিশনার (এফএম) আর আর সাম্বারিয়ার লেখা একটি চিঠি সূত্রে জানা যায়, গঙ্গা নদীর ফারাক্কায় যৌথ পর্যবেক্ষণ শেষে ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের তত্ত্বাবধানে ৬-৭ মার্চ দুই দিনের বৈঠকে যোগ দিতে প্রতিনিধিদলটি কলকাতায় ফিরে আসবে।

আবুল হোসেন বলেন, যৌথ নদী কমিশন প্রতি বছরে একবার আন্তঃসীমান্ত নদী নিয়ে আলোচনার বসে। এটিও তার ব্যতিক্রম নয়।

উল্লেখ্য, ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা নদীর পানি বণ্ঠন চুক্তি সাক্ষরিত হয়েছিল প্রায় ৩০ বছর আগে। ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৗড়া ও বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী এই চুক্তিতে স্বাক্ষর করেন।

Check Also

ঈদে মিলছে ৯ দিনের সরকারি ছুটি

শেরপুর নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) ছুটির সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার উপদেষ্টা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 14 =

Contact Us