Home / কৃষি / সুজানগরের চরাঞ্চলে শীতকালীন টমেটো চাষে কৃষকের ভাগ্যবদল

সুজানগরের চরাঞ্চলে শীতকালীন টমেটো চাষে কৃষকের ভাগ্যবদল

 

শেরপুর নিউজ ডেস্ক : পাবনার সুজানগরের চরাঞ্চলের জমিতে শীতকালীন টমেটো চাষ করে অনেক কৃষকের ভাগ্য বদলে গেছে। তাদের অভাবের সংসারে দেখা দিয়েছে সুখের হাসি। সেই সঙ্গে চরাঞ্চলের মানুষ ক্রমাগত টমেটো চাষে ঝুঁকছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার সাগরকান্দী, নাজিরগঞ্জ এবং ভায়না ইউনিয়নে রয়েছে বিস্তীর্ণ চরাঞ্চল। ওই সব চরাঞ্চলের জমিতে ধানপাট তেমন ভাল হয় না। বলতে গেলে কৃষকেরা বেশিরভাগ সময় ওই সকল জমিতে ধান-পাট আবাদ করে লোকসানে পড়েন। এতে তাদের সংসারে অভাব-অনটন দেখা দেয়।

সেকারণে এলাকার শতাধিক কৃষক গত ৭/৮ বছর ধরে উপজেলা কৃষি বিভাগের পরামর্শক্রমে চরাঞ্চলের জমিতে মিন্টু সুপার এবং হিরো সুপারসহ বিভিন্ন জাতের শীতকালীন হাইব্রিড টমেটো চাষ করে আসছেন। এ বছরও তারা ৫৫০হেক্টর জমিতে ওই টমেটো আবাদ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় এবং সঠিক সময় সার-বিষ দেওয়ায় অধিকাংশ জমিতে টমেটোর ফলন বেশ ভাল হয়েছে।

উপজেলার চরখলিলপুর গ্রামের টমেটো চাষী আমজাদ শেখ বলেন, প্রতি বিঘা জমিতে এ বছর ২৬০ থেকে ২৭০ মণ পর্যন্ত টমেটো উৎপাদন হয়েছে। বর্তমানে হাট-বাজারে টমেটোর বাজারও বেশ ভাল। ফলে উৎপাদন খরচের চেয়ে অনেক বেশি লাভ হচ্ছে।

একই এলাকার টমেটো চাষী সিরাজুল ইসলাম বলেন, গত ৫/৬বছর আগেও তার সংসারে অনেক অভাব-অনটন ছিল। কিন্তু বর্তমানে তিনি ৩/৪বিঘা জমিতে টমেটো চাষ করে সংসারে সচ্ছলতা ফিরে পেয়েছেন। তিনি এখন পরিবার পরিজন নিয়ে সুখে আছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম বলেন, শীতকালীন টমেটো চাষে খরচ কম লাভ বেশি। সেকারণে এ বছর উপজেলার শতাধিক কৃষক উপজেলা কৃষি বিভাগের পরামর্শক্রমে তাদের চরাঞ্চলের জমিতে টমেটো চাষ করেছেন।

Check Also

বদলগাছীতে ঢেঁড়শ চাষে ব্যাপক সফলতা পেয়েছে চাষিরা

শেরপুর নিউজ ডেস্ক: নওগাঁর জেলার মধ্যে সবজি চাষের উন্নতম এলাকা হিসেবে পরিচিত বদলগাছী উপজেলা। এবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us