Bogura Sherpur Online News Paper

অন্যরকম খবর

সবচেয়ে বেশি বয়সে বিয়ে করে রেকর্ড!

শেরপুর নিউজ ডেস্ক: কথায় আছে, বয়স কেবল সংখ্যা মাত্র। তাই বয়সের এই সংখ্যাকে থোড়াই কেয়ার করে সবচেয়ে বেশি বয়সে বিয়ে করে রেকর্ড গড়লেন যুক্তরাষ্ট্রের নাগরিক বার্নি লিটম্যান (১০০) এবং মার্জোরি ফিটারম্যান (১০২)। গত ৩ ডিসেম্বর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানায়, যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বৃহত্তর শহর ফিলাডেলফিয়ার বাসিন্দা তারা। দুজনই এখন থাকেন বৃদ্ধাশ্রমের একই তলায়। সেই বৃদ্ধাশ্রম থেকেই শুরু হয় তাদের প্রেম।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড থেকে জানা গিয়েছে, মারজোরি ও বার্নি দুজনেই তাদের পথ চলার সঙ্গী (স্বামী-স্ত্রী) হারিয়েছিলেন। বার্নি এবং মার্জরি উভয়ই ছয় দশক ধরে সঙ্গীহীন ছিলেন। তরুণ বয়সে তারা একসঙ্গে পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাও করেন। তবে তখন তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল না। বার্নি পেশায় একজন প্রকৌশলী ছিলেন। অন্যদিকে মার্জোরি ছিলেন একজন শিক্ষক।

ভারত প্রতিশ্রুতি দিলেও সীমান্তে হত্যাকাণ্ড বাড়ছে: জামায়াতভারত প্রতিশ্রুতি দিলেও সীমান্তে হত্যাকাণ্ড বাড়ছে: জামায়াত
কাছের মানুষদের হারিয়ে দুজনেরই ঠাঁই হয়েছিল বৃদ্ধাশ্রমে। তবে দুজনের মধ্যে কেউই ভাবেনি যে, সেখানে গিয়ে আবার তারা নতুনভাবে বাঁচার আলো দেখবেন। ৯ বছরের সম্পর্কের পর চলতি বছরের ১৯ মে দুজন বিয়ে করেন। আর এর মাধ্যমে হয়ে গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক দম্পতি। দুজনের সম্মিলিত বয়স এখন ২০২ বছর ২৭১ দিন।

বার্নিয়ের নাতনি জেউইশ ক্রনিকল বলেন, ‘আমার ১০০ বছর বয়সী দাদা তার ১০২ বছর বয়সী বান্ধবীকে বিয়ে করেছেন! তারা একটি বৃদ্ধাশ্রমে একই তলায় থাকতেন। তারা দুজনই ৬০ বছরের বেশি সময় ধরে সঙ্গীহীন ছিলেন।’

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us