সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / মুকেশ আম্বানিকে সরিয়ে ভারতের শীর্ষ ধনী গৌতম আদানি

মুকেশ আম্বানিকে সরিয়ে ভারতের শীর্ষ ধনী গৌতম আদানি

 

শেরপুর নিউজ ডেস্ক:

রিলায়েন্স গ্রুপের মুকেশ আম্বানিকে সরিয়ে ভারতের ধনীদের শীর্ষস্থান দখল করলেন আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ভারতীয় শীর্ষ ধনীদের তালিকা হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে বৃহস্পতিবার সকালে বিলিয়নিয়ার ইনডেস্কের প্রথমে চলে আসেন আদানি।

তালিকা অনুযায়ী, শীর্ষস্থানে থাকা আদানি পরিবারের সম্পদের পরিমান ১১ লাখ ৬১ হাজার ৮০০ কোটি রুপি। আর দ্বিতীয় স্থানে থাকা আম্বানি পরিবারের সম্পদের পরিমান ১০ লাখ ১৪ হাজার ৭০০ কোটি। এরপরই আছে এইচসিএল গ্রুপের নাদার পরিবার। তাদের সম্পদের পরিমান ৩ লাখ ১৪ হাজার কোটি রুপি।

হুরুন ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান গবেষক আনাস রহমান জুনাইদ বলেন, ভারতের বিলিয়নিয়ার সংখ্যা বৃদ্ধির গতি এশিয়ার মধ্যে সর্বোচ্চ। বিগত বছরগুলোতে ভারতে ২৯ শতাংশ বিলিয়নিয়ার বৃদ্ধি পেয়েছে, চীনের ক্ষেত্রে এই সংখ্যা ২৫ শতাংশ।

Check Also

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাতের আশঙ্কা

  শেরপুর নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাতের আশঙ্কা বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের প্রভাব ফেলেছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us