Home / বিনোদন / মেয়ের ২ মাসের কেক কাটলেন পরী

মেয়ের ২ মাসের কেক কাটলেন পরী

শেরপুর নিউজ ডেস্ক: দুই সন্তান নিয়ে ঢালিউড নায়িকা পরীমণি বেশ আনন্দময় জীবন কাটাচ্ছেন। রাজাবিহীন রাজ্যজুড়ে ছেলে পুণ্য ও মেয়ে প্রিয়মের সঙ্গে পেতেছেন অনাবিল সুখের প্রজাপতিময় সংসার। দেখতে দেখতে ছেলেমেয়েরাও বড় হয়ে যাচ্ছে পরীর স্নেহের আঁচলে। আজ তার মেয়ের বয়স দুইমাস পূর্ণ হলো।

শুক্রবার (৫ জুলাই) মেয়ে সাফিরা সুলতানা প্রিয়মের বিশেষ এ দিনটি উদযাপন করতে ভোলেননি পরীমণি। ছেলে পুণ্যকে নিয়ে বিশেষ দিনটি উপলক্ষে কেক কেটেছেন জনপ্রিয় এই নায়িকা।

ফেসবুকে ছেলে-মেয়েসহ বেশ কিছু সুন্দর ছবিও পোস্ট করেছেন। ছবির ক্যাপশনে পরী লিখেছেন- ‘এটা এক প্রজাপতির সংসার। আজ আমার মেয়ের দুই মাস হয়ে গেল আলহামদুলিল্লাহ। হ্যাপি টু মান্থ মাই প্রিন্সেস সাফিরা সুলতানা প্রিয়ম।’ ছবিতে তিনজনকে নীল রং এর পোশাকে দেখা যাচ্ছে।

পরীমণি ‘রঙিলা কিতাব’ নামের একটি ওয়েব সিরিজের কাজ করছেন। অনম বিশ্বাস নির্মিত এ সিরিজটিতে তাকে দেখা যাবে সুপ্তি নামে একটি চরিত্রে। এছাড়া ওপার বাংলার একটি সিনেমাতেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।

 

Check Also

রাজকীয় সাজে কান উৎসবে বলিউড তারকা ঐশ্বরিয়া রাই

  শেরপুর নিউজ ডেস্ক: কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় এবারও নজর কাড়লেন বলিউড তারকা ঐশ্বরিয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us