Bogura Sherpur Online News Paper

নন্দীগ্রাম

নন্দীগ্রামে বই বিতরণ উৎসব উদযাপিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় বগুড়ার নন্দীগ্রামে বছরের প্রথমদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে সরকারি পাঠ্যপুস্তক বিতরণের মধ্যদিয়ে বই বিতরণ উৎসব উদযাপিত হয়েছে।

১লা জানুয়ারী (সোমবার) সকালে নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শরীফুল ইসলামের সভাপতিত্বে বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাদৎ হোসেন। সেসময় আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক গিরিশ চন্দ্র রায়, মাসুদ রানা, আলাউদ্দিন, উম্মে সালমা, জান্নাতি রাবেয়া ও অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক নুরুল ইসলাম প্রমুখ।

অপরদিকে ওমরপুরহাট সতীশ চন্দ্র কারিগরি স্কুল এ্যান্ড বিএম কলেজে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ পরিতোষ চন্দ্র সরকার, প্রভাষক জাকারিয়া লিটন, প্রভাষক, আব্দুর রউফ উজ্জল, অচিন্ত কুমার, সহকারী শিক্ষক দুলাল চন্দ্র, সিদ্দিকুর রহমান, আবু সায়েম, ট্রেড ইন্সট্রাক্টর আলমগীর হোসেন, রায়হান আলী, অভিভাবক সদস্য মাসুদ রানা প্রমুখ।

এবারো বছরের প্রথমদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা নতুন বই হাতে পেয়ে অনেক খুশি হয়।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us