সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / ইরানের বন্দরে বিস্ফোরণে নিহত ৪, আহত ৫ শতাধিক

ইরানের বন্দরে বিস্ফোরণে নিহত ৪, আহত ৫ শতাধিক

শেরপুর নিউজ ডেস্ক:

 

ইরানে বন্দর আব্বাসের কাছে শহীদ রাজাই বন্দরে বিস্ফোরণের ঘটনায় অন্তত চারজন নিহত ও পাঁচ শতাধিক আহত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ ও উদ্ধার সংস্থার প্রধান বাবাক মাহমুদি বলেছেন, দুর্ভাগ্যবশত উদ্ধারকারীরা কমপক্ষে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

খবরে বলা হয়েছে, রাজধানী তেহরান থেকে এক হাজার কিলোমিটার (৬২০ মাইল) দক্ষিণে অবস্থিত শহীদ রাজাই বন্দরে বিস্ফোরণে কমপক্ষে ৫১৬ জন আহত হয়েছেন।

প্রাথমিক প্রতিবেদনে ঘটনাস্থলে দাহ্য পদার্থ সংরক্ষণে অবহেলার ইঙ্গিত পাওয়া গেছে।

ইরানের শুল্ক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বিস্ফোরণটি সিনা কন্টেইনার ইয়ার্ডে ঘটে, যা বন্দর ও ম্যারিটাইম অরগানাইজেশনের সঙ্গে সম্পর্কিত।

রেড ক্রিসেন্ট সোসাইটি সেখানে একটি দল পাঠিয়েছে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো জানা যায়নি, তদন্ত চলছে।

অ্যাম্বুলেন্স সার্ভিসের একজন মুখপাত্র জানিয়েছেন, আহতদের প্রদেশের বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Check Also

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাতের আশঙ্কা

  শেরপুর নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাতের আশঙ্কা বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের প্রভাব ফেলেছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us