সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / বদলে গেছে আইপিএলের সূচি

বদলে গেছে আইপিএলের সূচি

শেরপুর নিউজ ডেস্ক:

নির্ধারিত সূচি অনুযায়ী ১৪ মার্চ এবারের আইপিএল শুরু হওয়ার কথা ছিল। তবে সূচিতে পরিবর্তন এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এক সপ্তাহ পিছিয়ে নতুন সূচি ঘোষণা করেছে আইপিএল কর্তৃপক্ষ।

পরিবর্তিত সূচি অনুযায়ী আগামী ২১ মার্চ ১৮তম টুর্নামেন্ট শুরু হবে।

ফাইনালের তারিখ ঠিক করা হয়েছে ২৫ মে। চ্যাম্পিয়নস ট্রফির কারণেই সূচি বদল করতে বাধ্য হয়েছে আইপিএল কর্তৃপক্ষ। সূচি বদলের বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো।
আগামী ৯ মার্চ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল হবে লাহোর অথবা দুবাইয়ে।

ভারত ফাইনালে উঠলে শ্রেষ্ঠত্বের ম্যাচটি হবে দুবাইয়ে। অন্যথা লাহোরে হবে। টুর্নামেন্ট শেষ হওয়ার ৫ দিনের মধ্যে আইপিএল শুরু করাটা তাড়াহুড়ো হয় বলেই এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
শুরু এবং শেষ জানা গেলেও বাকি ম্যাচের দিনক্ষণ এখন জানা যায়নি।

এ মাসের শেষ দিকে চূড়ান্ত সূচি ঘোষণা করবে বলে জানা গেছে। অন্যদিকে মেয়েদের আইপিএল ডব্লুপিএলের শুরুর দিনক্ষণও জানা গেছে। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে পর্দা নামবে ২মার্চ।

Check Also

সাফজয়ী নারী ফুটবলার সুমাইয়াকে ধর্ষণ ও খুনের হুমকি

শেরপুর নিউজ ডেস্ক: জাতীয় নারী ফুটবল দলের কোচ পিটার বাটলারের সঙ্গে সিনিয়র নারী ফুটবলারদের বৈরিতায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 6 =

Contact Us