সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / শহীদের রক্তের ওপর দিয়ে সংবিধান বাতিলের চেষ্টা দুঃখজনক: মির্জা আব্বাস

শহীদের রক্তের ওপর দিয়ে সংবিধান বাতিলের চেষ্টা দুঃখজনক: মির্জা আব্বাস

শেরপুর নিউজ ডেস্ক: সংবিধান বাতিলের চেষ্টা দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, সংবিধান বাতিল নয়, সংশোধন করা যেতে পারে।

রবিবার (২৯ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মির্জা আব্বাস।

মির্জা আব্বাস বলেন, ‘শহীদের রক্তের ওপর দিয়ে লেখা সংবিধানকে বাতিল করার চেষ্টা দুঃখজনক। সংবিধান বাতিল নয়, সংশোধন করা যেতে পারে।’

এরআগে, রোববার সকালে এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ঘোষণা দেয়, আগামী ৩১ ডিসেম্বর ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ দেবে। ওই দিন ৭২-এর ‘মুজিববাদী সংবিধানকে’ কবর দেওয়া হবে।

সম্প্রতি সচিবালয়ে লাগা আগুন নিয়ে রিজভী সাংবাদিকদের বলেন, ‘সচিবালয়ে আগুনের ঘটনা দুর্ঘটনা নয়।’ রিজভী দাবি করেন, ‘আগুনে ঘটনায় ইন্ধন দেওয়া হয়েছে সচিবালয় থেকেই।’

Check Also

দ্রুত নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামা হবে : কর্নেল অলি

  শেরপুর নিউজ ডেস্ক: গত ৫ আগস্ট এমনিতেই বিজয় অর্জন হয়নি। এটি রাজনীতিবিদদের ত্যাগ, দীর্ঘদিনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 5 =

Contact Us