সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / পাকিস্তানকে কঠিন জবাব দেবে আফগানিস্তান

পাকিস্তানকে কঠিন জবাব দেবে আফগানিস্তান

শেরপুর নিউজ ডেস্ক:

আফগানিস্তানের সীমান্তবর্তী পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় নিহত বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে। বুধবার আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এ তথ্য জানিয়েছেন। এর আগে এই হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ১৫ জন নিহতের খবর দেয় আফগান সংবাদমাধ্যম খামা প্রেস।
তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, মঙ্গলবার রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলায় চারটি স্থানে বোমা হামলা চালিয়েছে পাকিস্তান।নিহত ব্যক্তিদের অধিকাংশই শিশু ও নারী।
এছাড়া এই হামলায় ছয়জন আহত হয়েছেন বলে জানান তালেবান সরকারের এই মুখপাত্র। এজন্য পাকিস্তানকে কঠিন জবাব দেবে আফগানিস্তান।
প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, বিমান হামলায় বারমাল জেলার মুর্গ বাজার এলাকার একটি গ্রাম ধ্বংস হয়ে গেছে। এছাড়া বিমান হামলার ফলে বেসামরিক মানুষ গুরুতরভাবে হতাহত হয়েছে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে, যা এই অঞ্চলে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। হামলার পর উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Check Also

পাকিস্তানিদের জন্য ভিসা সহজ করলো বাংলাদেশ

শেরপুর নিউজ ডেস্ক: পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসার শর্ত সহজ করেছে বাংলাদেশ। এখন থেকে পাকিস্তানি নাগরিকরা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + seventeen =

Contact Us