সর্বশেষ সংবাদ
Home / অর্থনীতি / চাহিদামতো টাকা তুলতে পারবেন গ্রাহকেরা-গভর্নর

চাহিদামতো টাকা তুলতে পারবেন গ্রাহকেরা-গভর্নর

 

শেরপুর নিউজ ডেস্ক:

ছয়টি দুর্বল ব্যাংককে সহায়তা দেয়ার জন্য ২২ হাজার ৫০০ কোটি টাকা ছাপিয়ে কেন্দ্রীয় ব্যাংক। দুর্বল ব্যাংকে প্রয়োজনে আরো সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

তিনি বলেন, রবিবার থেকে আর সংকট হবে না। কোনো গ্রাহকই ব্যাংক থেকে টাকা না পেয়ে ফেরত যাবে না। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

অনিয়ম-দুর্নীতির কারণে যে ছয়টি বেসরকারি ব্যাংক তারল্য সংকটে রয়েছে, তাদের লেনদেন স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক ছয়টি হলো ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক।

আমানতকারীরা এসব ব্যাংক থেকে যাতে চাহিদামতো টাকা তুলতে পারেন, তা নিশ্চিত করতে ইতোমধ্যে ব্যাংকগুলোকে ২২ হাজার ৫০০ কোটি টাকা ধার দেয়া হয়েছে।

ব্যাংকগুলোর আরো টাকার প্রয়োজন হলে কেন্দ্রীয় ব্যাংক সেই সহায়তা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর গ্রাহকদের একসঙ্গে সব টাকা না তোলার অনুরোধ জানান।

তিনি আশ্বাস দিয়ে বলেন, যে ব্যাংকেই টাকা থাকুক না কেন, তা নিরাপদ থাকবে। ব্যাংকে থাকা আমানত নিরাপদ থাকবে, আমরা সেই মর্যাদা দেব। ব্যাংকে যে অস্থিরতা রয়েছে, তা থেকে আমরা বের হয়ে আসতে চাই।

Check Also

সাড়ে ২২ হাজার কোটি টাকা ছাপানোকে ‘আত্মঘাতী’ বললো আইএমএফ

শেরপুর নিউজ ডেস্ক : আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিরা জানিয়েছেন, উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও সাড়ে ২২ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =

Contact Us