সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / জনগণকে ক্ষমতা ফিরিয়ে দিতে প্রয়োজন নির্বাচন: তারেক রহমান

জনগণকে ক্ষমতা ফিরিয়ে দিতে প্রয়োজন নির্বাচন: তারেক রহমান

শেরপুর নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আওয়ামী লীগ সরকারের পতনে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। বর্তমানে দেশে নির্বাচন দরকার। নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে। শনিবার (২৩ নভেম্বর) চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে। স্বৈরাচারবিরোধী আন্দোলনে যারা ছিলেন, তারা সবাই এই সরকারকে সমর্থন দিচ্ছেন। আর তাই জনগণের ক্ষমতা তাদের কাছে ফিরিয়ে দিতে নির্বাচন প্রয়োজন।

সংস্কার একটি চলমান প্রক্রিয়া জানিয়ে তিনি বলেন, দুই বছর আগেই সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপি। দেশের মানুষের কাছে বিএনপি সংস্কার প্রস্তাব প্রথম দিয়েছে। এখন অনেক ব্যক্তি বা সংগঠন সংস্কার প্রস্তাব দিচ্ছে।

বিএনপি কেন নির্বাচনের কথা বলছে- এই প্রশ্নে তারেক রহমান বলেন, কারণ এই সরকার নিরপেক্ষ নির্বাচন দিতে সক্ষম হলে নির্বাচিত জনপ্রতিনিধি দেশের সমস্যা নিয়ে সংসদে কথা বলতে পারবেন। কাজ করতে পারবেন সংস্কার প্রস্তাব নিয়ে। সংস্কার তখনই সম্ভব যখন নির্বাচিত জনপ্রতিনিধি সংসদে যাবেন নির্বাচনের মাধ্যমে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশি-বিদেশি প্রভুদের নিয়ে পতিত আওয়ামী লীগ সরকার দেশবিরোধী ষড়যন্ত্র করছে। তাই দ্রুত নির্বাচন প্রয়োজন। সব সমস্যার সমাধান একমাত্র নির্বাচন। নির্বাচন, নির্বাচন এবং নির্বাচন। এর বিকল্প নেই। দেশের ভবিষ্যতের জন্য নির্বাচনের বিকল্প নেই।

Check Also

আওয়ামী লীগ ভারতের সঙ্গে গোপনে চুক্তি করেছে: চরমোনাই পীর

শেরপুর নিউজ ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম (চরমোনাই পীর) বলেছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 2 =

Contact Us