Home / বগুড়ার খবর / আদমদিঘী / বগুড়ায় তিন ইউপি চেয়ারম্যানসহ ৭ আ.লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ায় তিন ইউপি চেয়ারম্যানসহ ৭ আ.লীগ নেতা গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় নাশকতা ও হত্যা মামলায় তিন ইউপি চেয়ারম্যানসহ সাত আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রবিবার (৩ নভেম্বর) রাতে ঢাকা মিরপুর এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু (৫৬), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান (৫২), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামিমুল হুদা খন্দকার (৫৫), উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এরশাদুল হক টুলু (৬২), নাজিমুল হুদা খন্দকার (৫৭), উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন (৩৮), ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক একরাম হোসেন (৪৮)।

জানা যায়, আদমদীঘিতে গত ১৯ ও ২৫ আগষ্ট বিএনপি এবং যুবদল অফিসে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় থানায় দুটি মামলা দায়ের করা হয়। এ মামলায় অজ্ঞাতসহ প্রায় ৫শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামী করা হয়েছে। এরপর বগুড়ায় ছাত্র হত্যার দায়েরকৃত মামলায় আদমদীঘিতে আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মীদের নাম উল্লেখ করাও হয়। মামলা দায়েরের পর আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে ছিলেন। মামলার সূত্রে গত রবিবার রাতে ঢাকা মিরপুর এলাকায় একটি বাড়িতে র‍্যাবের অভিযান চালিয়ে তাদের সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, গতকাল রবিবার রাতে সাতজন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Check Also

বগুড়ায় কোচের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার আদমদীঘির অদূরে নৈশকোচের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − five =

Contact Us