সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল করে নির্বাচন দিন:ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন

তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল করে নির্বাচন দিন:ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন

শেরপুর নিউজ ডেস্ক:

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে নির্বাচন দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপি’র সাবেক মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

শনিবার ঢাকার জুরাইনে বিক্রমপুর প্লাজার সামনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে প্রধান বক্তার বক্তব্যে তিনি আহ্বান জানান।

ইশরাক হোসেন বলেন, শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন শেখ হাসিনা নেই। আন্দোলন করা ছাত্র-জনতা অন্তর্বর্তীকালীন সরকার এনেছে। এই সরকারের প্রধান কাজ হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা।

স্বৈরাচারী হাসিনা সরকারের দোসররা এখনো বিভিন্ন জায়গায় বহাল তবিয়তে আছে উল্লেখ করে দ্রুত তাদের অপসারণ ও বিচারের মুখোমুখি করতে হবে বলে জানান তিনি। বিশেষ করে ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনে ফ্যাসিস্ট হাসিনার ভাতিজা আরেক ফ্যাসিস্ট ও ভোট জালিয়াতি করে হওয়া মেয়র তাপসের দোসরদের দ্রুত অপসারনের দাবি জানান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বিএনপির এই নেতা বলেন, সাজানো গোছানো ঢাকা শহরকে ধ্বংস করে ফ্যাসিস্ট সরকার বিদেশে পালিয়ে গেছে। তিনি আরও অভিযোগ করে বলেন, সিটি করপোরেশনে ফ্যাসিবাদের দোসরদের পূনঃর্মূল্যায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি সালাহ উদ্দিন আহমেদ, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ও সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সভাপতি তানভীর আহমেদ রবিন, মেহেবুব মাসুম শান্ত প্রমুখ।

পরে বিএনপি নেতারা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করতে স্থানীয়দের মাঝে লিফলেট বিতরণ করেন।

Check Also

সবাই মিলে ষড়যন্ত্র মোকাবিলা করব: ড. ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বিএনপি

শেরপুর নিউজ ডেস্ক: অতিদ্রুত সংস্কার করে নির্বাচন দেয়ার তাগিদ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + thirteen =

Contact Us