সর্বশেষ সংবাদ
Home / আইন কানুন / জামিনে মুক্ত হলেন সাবেকমন্ত্রী সাবের হোসেন চৌধুরী

জামিনে মুক্ত হলেন সাবেকমন্ত্রী সাবের হোসেন চৌধুরী

শেরপুর নিউজ ডেস্ক:
৬ মামলার সবকটিতে জামিন পেয়ে কারামুক্তি পেলেন সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ৮ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে কারামুক্ত হন তিনি।

এর আগে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত খিলগাঁও থানার ৪ মামলায় সাবের হোসেন চৌধুরীকে জামিন দেন। এছাড়া পল্টন থানার দুটি মামলার তাকে জামিনের আদেশ দেন বিচারক জিয়াদুর রহমান। এর মধ্যে খিলগাঁও থানার দুটি হত্যা এবং দুটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। আর পল্টন থানায় দুটি হত্যা মামলায় জামিন পেয়েছেন সাবের হোসেন চৌধুরী।

গেল ৬ অক্টোবর রবিবার বিকেলে রাজধানীর গুলশান এলাকা থেকে সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম তার গুলশানের বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

Check Also

শেখ হাসিনার নামে করা মামলা ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহার

শেরপুর নিউজ ডেস্ক: ২০২৪ সালের ডামি নির্বাচন আয়োজন ও ভোট চুরির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us