সর্বশেষ সংবাদ
Home / পড়াশোনা / দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য হালনাগাদের উদ্যোগ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য হালনাগাদের উদ্যোগ

শেরপুর নিউজ ডেস্ক: দেশের সব অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য হালনাগাদের উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের বাংলাদেশ শিক্ষা-তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) মাধ্যমে বার্ষিক শিক্ষাপ্রতিষ্ঠান জরিপ-২০২৪ কার্যক্রম পরিচালনা করা হবে। প্রতিষ্ঠানটির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুজিবুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ২১টি জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আগামী ১ অক্টোবর থেকে ৮ অক্টোবর, কুমিল্লা, চট্টগ্রাম ও খলনা শিক্ষাঞ্চলের ২১টি জেলায় ৯ অক্টোবর থেকে ১৬ অক্টোবর, রাজশাহী, রংপুর ও বরিশাল অঞ্চলের ২২টি জেলায় ১৭ অক্টোবর থেকে ২৪ অক্টোবর, বিশ্ববিদ্যালয় ও ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে ১ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত তথ্য হালনাগাদের সময় প্রদান করেন।

উল্লিখিতি সময়ের মধ্যে দেশের সব প্রাথমিকোত্তর শিক্ষাপ্রতিষ্ঠানকে ব্যানবেইসের ওয়েবসাইট (www.banbeis.gov.bd) ভিজিট করে অনলাইনে তথ্য প্রদান করার অনুরোধ জানানো হয়।

Check Also

৫০ বছর ধরে এক টাকায় জ্ঞান বিলিয়ে যাচ্ছেন লুৎফর রহমান মাস্টার

শেরপুর নিউজ ডেস্ক: গাইবান্ধা ফুলছড়ির বাদুড়িয়া গ্রামের আলোচিত এক টাকার মাস্টার মো. লুৎফর রহমান (৭৪)। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =

Contact Us