Bogura Sherpur Online News Paper

দেশের খবর

কেন গলায় ফাঁস দিল ৯ বছরের শিশু মেঘলা!

 

শেরপুর নিউজ ডেস্ক :
মাদারীপুরের ডাসারে গলায় ফাঁস দিয়ে মেঘলা (৯) নামে এক তৃতীয় শ্রেণির শিশু শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগে উঠেছে। বুধবার বিকালে এ ঘটনা ঘটে। তবে সে কী কারণে আত্মহত্যা করেছে তা সঠিকভাবে জানা যায়নি।

মৃত শিশু মেঘলা উপজেলার গোপালপুর এলাকার ধর্জি গ্রামের বিদেশ সরকারের মেয়ে।

এলাকাবাসী ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, শিশু মেঘলা নিজ ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে বিষয়টি দেখে ঘরের লোকজন চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে মেঘলাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃতের বাবা বিদেশ সরকার জানান, আমার মেয়ে কী কারণে আত্মহত্যা করল তা নিজেও বলতে পারব না। মেয়ে হারানোর শোক আমি সইতে পারছি না।

ডাসার থানার ওসি মো. মাহমুদ-উল হাসান জানান, আমরা পুলিশ পাঠিয়ে খবর নিয়ে জেনেছি শিশু মেঘলা আত্মহত্যা করেছে। মূল ঘটনা জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us