শেরপুর নিউজ ডেস্ক:
ছাত্র-জনতার আন্দোলনে শহীদ বগুড়া শহরের হরিগাড়ী এলাকার স্কুলশিক্ষক সেলিম হোসেনের পরিবারকে আর্থিক উপহার দিয়েছে জামায়াতে ইসলামী। শুক্রবার সকালে জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের পক্ষ থেকে নগদ দুই লাখ টাকা তুলে দেয়া হয়।
এ উপলক্ষ্যে শহীদের বাসভবনে আয়োজিত দোয়া অনুষ্ঠানে স্টেডিয়াম সাংগঠনিক থানা জামায়াতের আমির মো.নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আব্দুল মালেক।
আরো বক্তব্য রাখেন শহর জামায়াতের এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক রফিকুল আলম, শহর কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার বজলুর রহমান, স্টেডিয়াম থানা সেক্রেটারী প্রভাষক হোসাইন মো. মানিক , থানা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল হান্নান, আবু সুফিয়ান পলাশ, ১৪ নং ওয়ার্ড আমির অধ্যাপক আবু হানিফসহ ১৪ নং ওয়ার্ড জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শহীদ সেলিম ও তাঁর পরিবারের জন্য দোয়া করা হয়। জামায়াত নেতৃবৃন্দ শহীদ সেলিমের পরিবারের সদস্যদের শান্তনা দিয়ে ভবিষ্যতে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। শহীদ সেলিম হোসেনের পরিবারের সদস্যরা এভাবে পাশে দাঁড়ানোর জন্য জামায়াতে ইসলামীকে ধন্যবাদ জানান।


Users Today : 71
Users Yesterday : 291
Users Last 7 days : 1320
Users Last 30 days : 6119
Users This Month : 4393
Users This Year : 35801
Total Users : 511049
Views Today : 122
Views Yesterday : 437
Views Last 7 days : 2212
Views Last 30 days : 9466
Views This Month : 6543
Views This Year : 103865
Total views : 772073
Who's Online : 5