সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / জয়ের দিকে ছুটছে বাংলাদেশ

জয়ের দিকে ছুটছে বাংলাদেশ

শেরপুর নিউজ ডেস্ক: মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে জয়ের দিকে ছুটছে বাংলাদেশ। দুই ব্যাটারের ব্যাটে চড়ে এরইমধ্যে বাংলাদেশের স্কোরকার্ড পরিণত হয়েছে তিন অংকে। ৩৪ রানের জুটি করে উইকেটে আছেন তারা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৯ ওভার খেলা শেষে ২ উইকেটে ১০৪ রান। জয়ের জন্য বাংলাদেশের দরকার আর মাত্র ৮১ রান। শান্ত ২৩ রান আর মুমিনুল অপরাজিত ১৩ রানে।

আজ রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম ও শেষ দিনে বিনা উইকেটে ৪২ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। তখন জয়ের জন্য দরকার ছিল ১৪৩ রান।

গতকালের ওপেনিং জুটি আজ ৫ ওভার টিকতে পারে। এই সময়ে দুই ব্যাটার সাদমান ইসলাম ও জাকির হাসান যোগ করেন ১৬ রান। এরপর ১২তম ওভারে মীর হামজার বলে বোল্ড হন জাকির। ৩৯ বলে ৪০ রান করেন বাঁহাতি ব্যাটার। এতে ভাঙে বাংলাদেশের ৫৮ রানের ওপেনিং জুটি।

কিছুক্ষণ পরই উইকেট বিলিয়ে দেন আরেক ওপেনার সাদমান। ৫১ বলে ২৪ রান করে খুররম শেহজাদের বলে শান মাসুদের হাতে ক্যাচ হন তিনি। ৭০ রানে পতন হয় দ্বিতীয় উইকেটের।

Check Also

জীবনের নতুন অধ্যায়ের স্বীকৃতি পেলেন আশরাফুল

শেরপুর নিউজ ডেস্ক: একটা সময় ছিল, যখন বাংলাদেশ ক্রিকেট মানেই মোহাম্মদ আশরাফুলকে চিনতেন অনেকে। শ্রীলংকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 4 =

Contact Us